পাবনা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর বাসমালিকদের স্বেচ্ছাচারিতা ও পাবনার শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর পাবনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ। এ দিকে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তারা বিকল্প উপায়ে বিভিন্ন রুট ঘুরে অতিরিক্ত খরচে ঢাকায় যেতে বাধ্য হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। তিনি বলেন, পাবনা মোটর মালিক গ্রুপ, বাস-মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি। তবে আঞ্চলিক ও স্থানীয় সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
মমিনুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে শাহজাদপুর মহাসড়ক হয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই শাহজাদপুরের বাসমালিক-শ্রমিকেরা বিভিন্ন অজুহাতে পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করে। তাদের স্বেচ্ছাচারিতার কারণে শাহজাদপুরে পাবনার কোনো বাস কাউন্টার রাখতে দেয়নি। এর মধ্যে তারা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর বাস কাউন্টার দখল করে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে শাহজাদপুরের নবীনবরণ বাসটি সমিতির নিয়ম না মেনে পাবনার কাশিনাথপুর থেকে মাওনা রুটে চলাচল শুরু করে। অথচ বিষয়টি তারা পাবনার মালিক গ্রুপকে কিছু বলেনি। একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি তারা। এ ছাড়া বিভিন্ন সময়ে এর আগেও অনেকবার শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকেরা পাবনার বাসচালক শ্রমিকদের নানাভাবে হয়রানি করে আসছে। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মূলত এই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বলেন, ‘গত ২৫ জুন দুপুরের দিকে পাবনার একটি বাস কাশিনাথপুরে দাঁড়ানো ছিল। পাবনার বাসটি ছাড়ার আগেই নিয়ম না মেনে সেখানে থাকা শাহজাদপুরের নবীনবরণ বাসটি আগে ছেড়ে যায়। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে পাবনার একজন বাসশ্রমিককে মারধর করে নবীনবরণ বাসের শ্রমিকেরা। তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ‘বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাসশ্রমিকেরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন আমাদের একজন শ্রমিককে মারধর করা হয়। এর আগেও অনেকবার তাদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরের ঘটনায় ধর্মঘট হয়েছে। নতুন করে তারা আবারও ঝামেলা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধান চাই। যাতে আর কোনো দিন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।’
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোটর মালিক গ্রুপ বা সমিতি আমাকে কেউ কিছু জানায়নি। বাস বন্ধ আছে, সেটিও আমার জানা ছিল না। আমি এখনই খোঁজ নিচ্ছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

সিরাজগঞ্জের শাহজাদপুর বাসমালিকদের স্বেচ্ছাচারিতা ও পাবনার শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর পাবনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ। এ দিকে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তারা বিকল্প উপায়ে বিভিন্ন রুট ঘুরে অতিরিক্ত খরচে ঢাকায় যেতে বাধ্য হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। তিনি বলেন, পাবনা মোটর মালিক গ্রুপ, বাস-মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি। তবে আঞ্চলিক ও স্থানীয় সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
মমিনুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে শাহজাদপুর মহাসড়ক হয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই শাহজাদপুরের বাসমালিক-শ্রমিকেরা বিভিন্ন অজুহাতে পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করে। তাদের স্বেচ্ছাচারিতার কারণে শাহজাদপুরে পাবনার কোনো বাস কাউন্টার রাখতে দেয়নি। এর মধ্যে তারা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর বাস কাউন্টার দখল করে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে শাহজাদপুরের নবীনবরণ বাসটি সমিতির নিয়ম না মেনে পাবনার কাশিনাথপুর থেকে মাওনা রুটে চলাচল শুরু করে। অথচ বিষয়টি তারা পাবনার মালিক গ্রুপকে কিছু বলেনি। একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি তারা। এ ছাড়া বিভিন্ন সময়ে এর আগেও অনেকবার শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকেরা পাবনার বাসচালক শ্রমিকদের নানাভাবে হয়রানি করে আসছে। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মূলত এই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বলেন, ‘গত ২৫ জুন দুপুরের দিকে পাবনার একটি বাস কাশিনাথপুরে দাঁড়ানো ছিল। পাবনার বাসটি ছাড়ার আগেই নিয়ম না মেনে সেখানে থাকা শাহজাদপুরের নবীনবরণ বাসটি আগে ছেড়ে যায়। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে পাবনার একজন বাসশ্রমিককে মারধর করে নবীনবরণ বাসের শ্রমিকেরা। তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ‘বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাসশ্রমিকেরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন আমাদের একজন শ্রমিককে মারধর করা হয়। এর আগেও অনেকবার তাদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরের ঘটনায় ধর্মঘট হয়েছে। নতুন করে তারা আবারও ঝামেলা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধান চাই। যাতে আর কোনো দিন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।’
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোটর মালিক গ্রুপ বা সমিতি আমাকে কেউ কিছু জানায়নি। বাস বন্ধ আছে, সেটিও আমার জানা ছিল না। আমি এখনই খোঁজ নিচ্ছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে