ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরে শহরের পাতিবিল এলাকার তিনকোনা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান সবুজ (৪৫)। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনোর আপন ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেলগেট নিকটবর্তী পাতিবিলের পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে থানা থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও পরিবারের লোকজনের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে।
ঈশ্বরদী থানা-পুলিশের এসআই রমজান আলী সরকার বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি পুকুর পাড়ে মেহগনি গাছের গোড়ায় একটি লুঙ্গি, গেঞ্জি, এক জোড়া স্যান্ডেল ও সিগারেটের কিছু শলাকা রাখা ছিল। এর কিছুটা দূরে পুকুরের প্রায় পাড়ে পানিতে উপুড় ভাসছিল ওই ব্যক্তির মরদেহ। এ সময় তাঁর পরনে ছিল একটি গামছা। স্থানীয়দের সহযোগিতায় পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।’
আওয়ামী লীগ নেতা মীর জহুরুল ইসলাম পুনো বলেন, ‘তাঁর ভাই দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করছেন, পুকুরে গোসল করতে গিয়ে হয়তো স্ট্রোকে তিনি মারা গেছেন।’

পাবনার ঈশ্বরদীতে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরে শহরের পাতিবিল এলাকার তিনকোনা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান সবুজ (৪৫)। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনোর আপন ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেলগেট নিকটবর্তী পাতিবিলের পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে থানা থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও পরিবারের লোকজনের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে।
ঈশ্বরদী থানা-পুলিশের এসআই রমজান আলী সরকার বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি পুকুর পাড়ে মেহগনি গাছের গোড়ায় একটি লুঙ্গি, গেঞ্জি, এক জোড়া স্যান্ডেল ও সিগারেটের কিছু শলাকা রাখা ছিল। এর কিছুটা দূরে পুকুরের প্রায় পাড়ে পানিতে উপুড় ভাসছিল ওই ব্যক্তির মরদেহ। এ সময় তাঁর পরনে ছিল একটি গামছা। স্থানীয়দের সহযোগিতায় পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।’
আওয়ামী লীগ নেতা মীর জহুরুল ইসলাম পুনো বলেন, ‘তাঁর ভাই দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করছেন, পুকুরে গোসল করতে গিয়ে হয়তো স্ট্রোকে তিনি মারা গেছেন।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩০ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪২ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে