সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় অবৈধ সম্পর্কের জেরে অনৈতিক সম্পর্কের সময় গণপিটুনির শিকার হয়েছেন উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত কাদের মুন্সীর ছেলে আব্দুস সালাম (৫৫)। ঘটনার পর সালিসি বৈঠক থেকে নারীকে অপহরণের অভিযোগ উঠেছে বহিরাগত প্রভাবশালী ব্যক্তি ও সালামের স্বজনদের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই নারীর স্বামী আবু সাইদ আজ শনিবার সাঁথিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। গণপিটুনির শিকার আব্দুস সালাম অবসরপ্রাপ্ত সেনাসদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের ওই নারীর (৪০) সঙ্গে আব্দুস সালামের অবৈধ সম্পর্ক চলছিল। শুক্রবার সন্ধ্যার পর সালাম পরকীয়া প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভিডিও ধারণ করে সালামকে আটক করে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে আজাহার আলীর বাড়িতে বিএনপি নেতা মান্নান মুহুরির সভাপতিত্বে সালিসি বৈঠক শুরু হয়, যা চলে ভোর ৪টা পর্যন্ত।
এদিকে সালিসি বৈঠকে প্রেমিক-প্রেমিকা বিয়েতে রাজি হলেও কিছু বহিরাগত প্রভাবশালী বিএনপি নেতা ও প্রেমিকের স্বজনেরা বাধা দেন। পরে প্রভাবশালী মহল ও সালামের স্বজনেরা সালিসি বৈঠক থেকে ছেলে-মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ ঘটনায় শনিবার সকালে ওই নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে প্রেমিক সালাম ও তাঁর স্বজনদের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানতে চাইলে সালিসি বৈঠকের সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মুহুরি বলেন, ‘আমার সভাপতিত্বে স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে রাতভর মীমাংসার চেষ্টা করি। কিন্তু বহিরাগতরা মোটা অঙ্কের টাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য সালামের স্বজনদের সহায়তায় নারীকে বৈঠক থেকে জোর করে তুলে নিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম বলেন, ‘আমাকে মারধর করা হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। ওই নারীর সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক ঘটেনি।’ সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার সাঁথিয়া উপজেলায় অবৈধ সম্পর্কের জেরে অনৈতিক সম্পর্কের সময় গণপিটুনির শিকার হয়েছেন উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত কাদের মুন্সীর ছেলে আব্দুস সালাম (৫৫)। ঘটনার পর সালিসি বৈঠক থেকে নারীকে অপহরণের অভিযোগ উঠেছে বহিরাগত প্রভাবশালী ব্যক্তি ও সালামের স্বজনদের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই নারীর স্বামী আবু সাইদ আজ শনিবার সাঁথিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। গণপিটুনির শিকার আব্দুস সালাম অবসরপ্রাপ্ত সেনাসদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের ওই নারীর (৪০) সঙ্গে আব্দুস সালামের অবৈধ সম্পর্ক চলছিল। শুক্রবার সন্ধ্যার পর সালাম পরকীয়া প্রেমিকার ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভিডিও ধারণ করে সালামকে আটক করে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে আজাহার আলীর বাড়িতে বিএনপি নেতা মান্নান মুহুরির সভাপতিত্বে সালিসি বৈঠক শুরু হয়, যা চলে ভোর ৪টা পর্যন্ত।
এদিকে সালিসি বৈঠকে প্রেমিক-প্রেমিকা বিয়েতে রাজি হলেও কিছু বহিরাগত প্রভাবশালী বিএনপি নেতা ও প্রেমিকের স্বজনেরা বাধা দেন। পরে প্রভাবশালী মহল ও সালামের স্বজনেরা সালিসি বৈঠক থেকে ছেলে-মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ ঘটনায় শনিবার সকালে ওই নারীর স্বামী আবু সাইদ বাদী হয়ে প্রেমিক সালাম ও তাঁর স্বজনদের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানতে চাইলে সালিসি বৈঠকের সভাপতি বিএনপি নেতা আব্দুল মান্নান মুহুরি বলেন, ‘আমার সভাপতিত্বে স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে রাতভর মীমাংসার চেষ্টা করি। কিন্তু বহিরাগতরা মোটা অঙ্কের টাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য সালামের স্বজনদের সহায়তায় নারীকে বৈঠক থেকে জোর করে তুলে নিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম বলেন, ‘আমাকে মারধর করা হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। ওই নারীর সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক ঘটেনি।’ সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৯ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে