পাবনা ও ভাঙ্গুড়া প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নবজাতকের মরদেহ দাফন করতে এসে বিপাকে পড়ে একটি পরিবার। গেটের বাইরে ৩ ঘণ্টা অপেক্ষার পর ৯৯৯ নম্বরে ফোন করলে প্রশাসন দাফনের ব্যবস্থা করে দেয়।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আধিপত্য বিস্তার এবং কবরস্থান সংলগ্ন ১০ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে ভেড়ামারা ও চরপাড়া গ্রামের মধ্যে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ভেড়ামারা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামাদ খাঁনের নির্দেশে তাঁর অনুসারীরা কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেয়। চরপাড়া গ্রামের মৃতদের দাফন করতে না দেওয়ার উদ্দেশ্যে এ তালা দেওয়া হয়।
গতকাল রোববার বিকেলে চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের নবজাতক সন্তান মারা যায়। তাকে দাফন করতে গিয়ে তিনি প্রায় ৩ ঘণ্টা তালাবদ্ধ গেটের সামনে অপেক্ষা করেন। পরে চরপাড়া গ্রামের লোকজন নিরুপায় হয়ে ভাঙ্গুড়া থানা ও সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ দাফন সম্পন্ন করতে সহযোগিতা করে।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা সামাদ খাঁন বলেন, কবরস্থান সংলগ্ন এতিমখানার জমি নিয়ে বিরোধের কারণে চরপাড়া গ্রামের বাসিন্দাদের মরদেহ দাফনে বাধা দেওয়া হয়েছিল। তবে থানা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির আপাতত সমাধান হয়েছে। এখন জমির সমস্যার সমাধান হলে বিষয়টির স্থায়ী সমাধান হবে।
পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল হক বলেন, এতিমখানার জমির বিরোধ নিয়ে ভেড়ামেরা গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক কবরস্থানে তালা দিয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করছি আর সমস্যা হবে না।
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি থানা প্রশাসন জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কবরস্থানে পরবর্তীতে যেন সমস্যা না হয় সে বিষয়টিতেও লক্ষ্য রাখা হয়েছে।

পাবনার ভাঙ্গুড়ায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নবজাতকের মরদেহ দাফন করতে এসে বিপাকে পড়ে একটি পরিবার। গেটের বাইরে ৩ ঘণ্টা অপেক্ষার পর ৯৯৯ নম্বরে ফোন করলে প্রশাসন দাফনের ব্যবস্থা করে দেয়।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আধিপত্য বিস্তার এবং কবরস্থান সংলগ্ন ১০ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে ভেড়ামারা ও চরপাড়া গ্রামের মধ্যে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ভেড়ামারা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামাদ খাঁনের নির্দেশে তাঁর অনুসারীরা কবরস্থানের গেটে তালা ঝুলিয়ে দেয়। চরপাড়া গ্রামের মৃতদের দাফন করতে না দেওয়ার উদ্দেশ্যে এ তালা দেওয়া হয়।
গতকাল রোববার বিকেলে চরপাড়া গ্রামের মনিরুল ইসলামের নবজাতক সন্তান মারা যায়। তাকে দাফন করতে গিয়ে তিনি প্রায় ৩ ঘণ্টা তালাবদ্ধ গেটের সামনে অপেক্ষা করেন। পরে চরপাড়া গ্রামের লোকজন নিরুপায় হয়ে ভাঙ্গুড়া থানা ও সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ দাফন সম্পন্ন করতে সহযোগিতা করে।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা সামাদ খাঁন বলেন, কবরস্থান সংলগ্ন এতিমখানার জমি নিয়ে বিরোধের কারণে চরপাড়া গ্রামের বাসিন্দাদের মরদেহ দাফনে বাধা দেওয়া হয়েছিল। তবে থানা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির আপাতত সমাধান হয়েছে। এখন জমির সমস্যার সমাধান হলে বিষয়টির স্থায়ী সমাধান হবে।
পাড়ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল হক বলেন, এতিমখানার জমির বিরোধ নিয়ে ভেড়ামেরা গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক কবরস্থানে তালা দিয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে। আশা করছি আর সমস্যা হবে না।
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি থানা প্রশাসন জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কবরস্থানে পরবর্তীতে যেন সমস্যা না হয় সে বিষয়টিতেও লক্ষ্য রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে