Ajker Patrika

ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়ল ঠিকাদার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়ল ঠিকাদার

পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম। 

আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।

জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়। 

উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন। 

ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন। 

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’

সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত