Ajker Patrika

আতাইকুলায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আতাইকুলায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক
পুলিশের হাতে আটক নাজিম সরদার। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাহপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন থানার সাদুল্লাহপুর গ্রামের ছকির সরদারের ছেলে নাজিম সরদার (৪৫), একই গ্রামের ইমান প্রামানিকের ছেলে বাপ্পী (৩৩), হাফিজ মন্ডলের ছেলে মজিদ মন্ডল ও আকবার মন্ডলের ছেলে আজিত মন্ডল।

থানা সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত টহলরত অবস্থায় সাদুল্লাহপুর বাজারের পাশে পাগলার মাজারের কাছে পৌঁছালে দাঁড়িয়ে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁদের আটক করা হয়। এ সময় নাজিম সরদারের দেহ তল্লাশি করে একটি চায়নিজ কুড়াল এবং অন্যদের কাছ থেকে একটি দা উদ্ধার করে আতাইকুলা থানায় নিয়ে আসা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তাঁদের আদালতে প্রেরণ ও মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত