ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৫টায় শরৎনগর বাজার এলাকায় এ কর্মসূচি পালনের কথা। একই জায়গায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘একই জায়গায় দুটি রাজনৈতিক দল কর্মসূচি ডাকায় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। তাই আগামীকাল সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হীরক বলেন, ‘দলীয় কর্মসূচি স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘বিএনপি-জামায়াত যে কর্মসূচি দিয়েছে তা অযৌক্তিক। তাই আমরা দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।’

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। আগামীকাল সোমবার বিকেল ৫টায় শরৎনগর বাজার এলাকায় এ কর্মসূচি পালনের কথা। একই জায়গায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘একই জায়গায় দুটি রাজনৈতিক দল কর্মসূচি ডাকায় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। তাই আগামীকাল সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভার শরৎনগর বাজার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হীরক বলেন, ‘দলীয় কর্মসূচি স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘বিএনপি-জামায়াত যে কর্মসূচি দিয়েছে তা অযৌক্তিক। তাই আমরা দেশের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে