Ajker Patrika

নিঝুম দ্বীপে দুর্গতদের পাশে যুবদল

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৫, ১৫: ২৫
নিঝুম দ্বীপে দুর্গতদের পাশে যুবদল
নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল। রোববার সকালে সংগঠনটির নেতাকর্মীরা নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন। নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিনের সহযোগিতায় শনিবার থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

আশরাফ উদ্দিন জানান, শনিবার আদর্শগ্রাম, মোল্লাগ্রাম, মদিনাগ্রাম, মুন্সিগ্রাম ও বান্দাখালীসহ একাধিক গ্রামে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিনে প্রায় ৩০০ পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এসব খাবার পৌঁছে দেন। পূর্বে প্রস্তুত কোনো তালিকা ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, চনাচুর, বিস্কুট এবং দুটি করে খাবারের স্যালাইন।

তিনি আরও বলেন, “হাতিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নিঝুমদ্বীপ। এখানকার অনেক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থাও নেই। কেউ কেউ বাজারেও যেতে পারছেন না। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এখনও পর্যন্ত নিঝুমদ্বীপে সরকারি উদ্যোগে কোনো ত্রাণ বিতরণ শুরু হয়নি।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত