Ajker Patrika

নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এল ডলফিন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নিঝুম দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এল ডলফিন
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসে এক জোড়া ডলফিন। তা নিয়ে মেতে ওঠে স্থানীয় জেলেরা। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি ছিল অস্বাভাবিক উচ্চতায়। এরই মধ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে ভেসে আসে এক জোড়া ডলফিন। তবে জোয়ারের পানি নামলেও স্রোতের টানে ডলফিন দুটি আটকা পড়ে মেঘনা নদীতীরবর্তী এলাকায়।

এ ঘটনাকে ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ডলফিন দুটির সঙ্গে মেতে ওঠেন স্থানীয় জেলেরা। কেউ কেউ সেই দৃশ্য ভিডিও করে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ঘটনাটি ঘটে নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন দেখতে সেখানে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন বলেন, ‘নিঝুম দ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুটি ডলফিন। পরে ভাটার টানে তারা নদীর কিনারায় আটকে পড়ে। জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে ডলফিনগুলো দেখতে পান। খবর পেয়ে আমরাও ছুটে যাই। জেলেরা তাঁদের সাগরের দিকে পাঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে পরের জোয়ারে ডলফিনগুলো সাগরে ফিরে যেতে সক্ষম হয়।’

এদিকে, গত তিন দিনের টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জোয়ারের পানিতে একাধিকবার প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাস্তা ও ঘরবাড়ি। অনেক পরিবারে এখনো বন্ধ রয়েছে রান্নাবান্না। পানি নেমে গেলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত