সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম।
আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)।
আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম।
আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)।
আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে