Ajker Patrika

নোয়াখালীর পোলট্রি ব্যবসা

লোডশেডিং, গরমে মরছে মুরগি

  • জেলার ৯ উপজেলায় ৬ জুন থেকে শুরু হয় অসহনীয় লোডশেডিং।
  • প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।
  • গরমে মুরগিগুলো হিট স্ট্রোক করে মারা যায়।
মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী
নোয়াখালীতে হিট স্ট্রোকে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলা হচ্ছে। সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীতে হিট স্ট্রোকে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলা হচ্ছে। সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে প্রচণ্ড গরমের সঙ্গে চলছে অসহনীয় লোডশেডিং। এতে করে বিপাকে পড়েছেন জেলার মুরগি খামারিরা। গত কয়েক দিনে বিভিন্ন খামারে কয়েক হাজার মুরগি মারা গেছে। এ ছাড়া ডিম উৎপাদনেও গরমের প্রভাব পড়েছে। ফলে খামারিদের আর্থিক ক্ষতির পাশাপাশি মুরগির মাংস ও ডিমের সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাপপ্রবাহের কারণে নোয়াখালীতে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে জেলার ৯ উপজেলায় ৬ জুন থেকে শুরু হয় অসহনীয় লোডশেডিং। প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। কখনো কখনো টানা ৬-৭ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এর মধ্যে বৃষ্টি বা ঝোড়ো বাতাস হলে ২৪ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন থাকতে হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের নিহা পোলট্রি খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ নূর উদ্দিন জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর মুরগির ১০টি শেড রয়েছে। ৬ জুন থেকে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে তাঁর শেডে থাকা বিক্রয় উপযোগী ২ হাজার ৫৩০টি ব্রয়লার মুরগি ও ২ হাজার ১২টি ডিম দেওয়া লেয়ার মুরগি মারা গেছে। মরা মুরগিগুলো তাঁরা মাটিতে পুঁতে ফেলেছেন।

নূর উদ্দিন বলেন, ‘ঈদের আগের দিন থেকে পরের তিন-চার দিন ২৪ ঘণ্টার মধ্যে তিন-চার ঘণ্টার বেশি বিদ্যুৎ ছিল না। গত কয়েক দিন লোডশেডিং একটু কমলেও আজ (গতকাল শুক্রবার) আবারও লোডশেডিং অতিমাত্রায় বেড়েছে। সকাল ৭টা দিকে বিদ্যুৎ যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে আসে। ২০-২৫ মিনিট থাকার পর পুনরায় চলে গিয়ে বেলা ৩টা পর্যন্তও আসেনি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও লোডশেডিং কমেনি। গত এক সপ্তাহে আমার খাবারে অন্তত ১০ লাখ টাকার মুরগি মারা গেছে। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতা তো দূরের কথা, কোনো প্রাণিসম্পদ কর্মকর্তা খবরও নেননি।’

আলমগীর হোসেন নামের আরেক খামারি বলেন, ‘বিদ্যুতের এমন ভয়াবহ অবস্থায় আমরা কখনো পড়িনি। মুরগির খামারগুলোয় গরমের সময় ফ্যান চালিয়ে রাখতে হয়, কিছুক্ষণ পরপর শেড পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়, যাতে করে পরিবেশ ঠান্ডা থাকে। শেড ঠান্ডা না হলে গরমে মুরগিগুলো হাঁসফাঁস করে এবং হিট স্ট্রোক করে মারা যায়। বিদ্যুৎ না থাকায় ফ্যান চালু ও মোটর দিয়ে পানি দিতে না পারায় গত কয়েক দিনে আমার ১ হাজার ৬০০ ব্রয়লার মুরগি মারা যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া অতিরিক্ত গরমের ফলে মুরগির ডিমের আকার ছোট হয়ে গেছে; যার ফলে বাজারে ভালো মূল্য পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে আমাদের পক্ষে খামার চালিয়ে মুরগি বা ডিম উৎপাদন করা সম্ভব হবে না; যা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে যাবে।’

বাবুল পোলট্রির পরিচালক মো. বাবুল বলেন, ‘কয়েক মাস আগে রোগে আমার কিছু মুরগির ক্ষতি হয়েছে। বর্তমানে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে প্রায় ১ হাজার ২০০ মুরগি মারা গেছে। প্রতিদিন ১৫-২০টি মুরগি হিট স্ট্রোকে মারা যাচ্ছে। বালতিতে করে পানি দিয়ে শেডগুলো কিছুক্ষণ পরপর ভিজিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা সারা দিন করা সম্ভব না। এসব বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের কোনো পরামর্শ পাচ্ছি না। বিদ্যুৎ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক

হবে, তা-ও কারও জানা নেই। এমন চলতে থাকলে খামারগুলো মুরগিশূন্য হয়ে যাবে।’

এ নিয়ে কথা হলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ সরওয়ার জাহান লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে জানান, জেলায় বর্তমানে তাঁদের গ্রাহকসংখ্যা প্রায় ৮ লাখ। তবে লোডশেডিং কবে নাগাদ কমবে বা সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

যোগাযোগ করা হলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘গরম ও লোডশেডিংয়ের কারণে জেলার খামারগুলোতে মুরগির ক্ষতি হচ্ছে। তবে খামারিদের পক্ষ থেকে আমাদের বিষয়টি অবগত করা হয়নি; যার ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা বলা যাচ্ছে না। উপজেলা কর্মকর্তাদের এ বিষয়ে খবর নিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চারটি আসন ফিরে পেয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি
আসন ফিরে পাওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা
আসন ফিরে পাওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি বহাল রাখার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আসন ফিরে পাওয়ায় সোমবার বাগেরহাটের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সন্ধ্যা ৭টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতারা।

এদিকে আসন ফিরে পাওয়ায় মাগরিবের নামাজের পর বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। দোয়া মোনাজাতে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম অংশগ্রহণ করেন।

াগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের চারটি আসন ছিল। হঠাৎ একটি আসন কমিয়ে দেওয়ায় আমরা বিক্ষোভ করেছি, হরতাল করেছি। আমরা আইনের আশ্রয়ও নিয়েছিলাম। আজ উচ্চ আদালত আমাদের আসন ফিরিয়ে দিয়েছেন। এতে পুরো বাগেরহাটবাসী খুশি। আল্লাহর রহমতে আর কোনো শক্তি আমাদের আসন ফিরিয়ে নিতে পারবে না।’

নির্বাচন কমিশন গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করেন। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতা-কর্মীরা। এরপরও গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

পরে ৭ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের পক্ষ থেকে উচ্চ আদালতে দুটি রিট করা হয়। বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা ট্রাক-মালিক সমিত একটি রিট করে। অন্যটি করেন চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান শামীম। রিটে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও অ্যার্টনি জেনারেলকে বিবাদী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাগরে ইঞ্জিন বিকল ট্রলারে ভাসছিলেন ২৪ জেলে, উদ্ধার করল নৌবাহিনী

খুলনা প্রতিনিধি
ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। ছবি: সংগৃহীত
ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। ছবি: সংগৃহীত

নৌবাহিনী গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়া ট্রলার থেকে ২৪ জেলেকে উদ্ধার করেছে। আজ সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহলকাজে থাকার সময় তাঁদের উদ্ধার করে।

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানায়, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ বানৌজা অপরাজেয়। এ সময় নৌবাহিনীর জাহাজ রাডারের মাধ্যমে ট্রলারটিকে ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে শনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসছেন তাঁরা। তাঁদের কাছে যোগাযোগ করার মতো যন্ত্রপাতি নাই। এ কারণে তাঁরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে। জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয় নৌবাহিনী।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার জন্য কুতুবদিয়া থেকে সাগরে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে এটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধার করা জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন-সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে তাঁদের হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তিন অপহরণকারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
তিন অপহরণকারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে রাতভর রেখে পরদিন থানায় তুলে দিতে গেলে অপহরণকারীদের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতার বাবার করা মামলায় সোমবার তিনজনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতার নাম মো. ফয়সাল মাহমুদ ফাহাদ। গত বছর ছাত্রলীগের সম্মেলনে তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তবে পুলিশ বলেছে, ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল্সের সেলস্ অফিসার হিসেবে কর্মরত আছেন ফয়সাল।

পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন হলেন-আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)। আসামি মোহাম্মদ আবুল সাজ্জাদ ওরফে আদর (৩২) ও আমিমুল এহসান ফাহিম (২৫) পলাতক রয়েছেন।

গত রোববার রাতে ‘মব’ সৃষ্টি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বেসরকারি পার্কভিউ হাসপাতালের ভেতর থেকে ফাহাদকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁকে রাউজানের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, রাউজানে নেওয়ার পর ফাহাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয় এবং তাঁকে নির্যাতন করা হয়। একই সময় অপহরণের ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপরতা চালায়। পরে চাপের মুখে অপহরণকারীদের কয়েকজন ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে সকালে পাঁচলাইশ থানার পুলিশের হাতে তুলে দিতে আসে। পুলিশ সবকিছু যাচাইয়ের পর অপহরণে জড়িতদের গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাহাদ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তাঁর মাকে ডাক্তার দেখাতে এসেছিলেন। এ সময় অপহরণের ঘটনাটি ঘটে। ওই ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজের একাধিক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বিনা বাধায় সবার সমানে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ফাহাদকে কলার ধরে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রাখা হয়েছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘ফাহাদ নামে ওই যুবককে পাঁচলাইশ থেকে তুলে নিয়ে রাউজান উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুছ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ সিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সিদ্দিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদ নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ৬ নভেম্বর রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী কহিনুর আক্তার (৪১) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলা করার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়।

ওসি জায়েদ নূর আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসামি। তাঁর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত