কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, `ওবায়দুল কাদের কোনো নেতা নয়, নেতার কোনো চরিত্র তার নেই। সে তার স্ত্রীর কথায় চলে।'
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলোচনাসভায় কাদের মির্জা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের সমালোচনা করে বলেন, `তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে কোনো কর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে নাকি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিনদের সঙ্গে; প্রতারকদের সঙ্গে তার সম্পর্ক।'
কাদের মির্জা বলেন, `আজকে এই কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। এটা কি চলতে দেওয়া যায়? এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে সব জামিন আমি করাব। কিন্তু সে মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক। সে কোনো নেতা নয়, নেতার কোনো চরিত্র তার নেই।'
কাদের মির্জা আরও বলেন, `নোয়াখালীর চৌমুহনীতে অনেকের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এত কিছুর পরও এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এই এসপিকে কী জন্য রাখছে? আমাদের দমন করার জন্য? আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নই।'
এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি স্তরে মহানবীর আর্দশ লালন করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, `ওবায়দুল কাদের কোনো নেতা নয়, নেতার কোনো চরিত্র তার নেই। সে তার স্ত্রীর কথায় চলে।'
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলোচনাসভায় কাদের মির্জা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের সমালোচনা করে বলেন, `তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে কোনো কর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে নাকি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিনদের সঙ্গে; প্রতারকদের সঙ্গে তার সম্পর্ক।'
কাদের মির্জা বলেন, `আজকে এই কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। এটা কি চলতে দেওয়া যায়? এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে সব জামিন আমি করাব। কিন্তু সে মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক। সে কোনো নেতা নয়, নেতার কোনো চরিত্র তার নেই।'
কাদের মির্জা আরও বলেন, `নোয়াখালীর চৌমুহনীতে অনেকের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এত কিছুর পরও এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এই এসপিকে কী জন্য রাখছে? আমাদের দমন করার জন্য? আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নই।'
এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি স্তরে মহানবীর আর্দশ লালন করার আহ্বান জানান তিনি।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৭ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
১৯ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
৪০ মিনিট আগে