নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসীদের ছোড়া তিনটি গুলি রিগানের মাথায় ও তিনটি গুলি শরীরের বিভিন্ন স্থানে লাগে। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ। নিহতের নাম রিগান ইসলাম (৩৫)। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার সরেজমিনে নিহতের বাড়িতে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী সাথী আক্তার। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন রিগান। রোহান নামে তাঁর তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। এখন রিগানের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের বড় ছেলে হওয়ায় জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান বড় ভাই। সেখানে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় পাঁচ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় চলে যান। বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িতে করে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা রিগান ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টা গুলি লাগে। আর ঘটনাস্থলেই মারা যায় ভাইয়া।’
নিহতের স্বজন মো. শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে রিগানের চাচা মোবাইল ফোনে রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। রিগানের চাচা, ফুপাতো ভাইসহ আত্মীয়স্বজনের অনেকেই আফ্রিকায় থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুই মাস পর দেশে আসার কথা ছিল রিগানের। দেশে আসার পর ছোট ভাই ফাহিমকেও আফ্রিকায় নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ একটি নির্মম হত্যাকাণ্ড সবকিছু শেষ করে দিল।’
এ বিষয়ে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, ‘ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ-খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারটির সহযোগিতায় তাদের পাশে আছি।’

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসীদের ছোড়া তিনটি গুলি রিগানের মাথায় ও তিনটি গুলি শরীরের বিভিন্ন স্থানে লাগে। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ। নিহতের নাম রিগান ইসলাম (৩৫)। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার সরেজমিনে নিহতের বাড়িতে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী সাথী আক্তার। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন রিগান। রোহান নামে তাঁর তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। এখন রিগানের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের বড় ছেলে হওয়ায় জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান বড় ভাই। সেখানে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় পাঁচ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় চলে যান। বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িতে করে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা রিগান ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টা গুলি লাগে। আর ঘটনাস্থলেই মারা যায় ভাইয়া।’
নিহতের স্বজন মো. শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে রিগানের চাচা মোবাইল ফোনে রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। রিগানের চাচা, ফুপাতো ভাইসহ আত্মীয়স্বজনের অনেকেই আফ্রিকায় থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুই মাস পর দেশে আসার কথা ছিল রিগানের। দেশে আসার পর ছোট ভাই ফাহিমকেও আফ্রিকায় নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ একটি নির্মম হত্যাকাণ্ড সবকিছু শেষ করে দিল।’
এ বিষয়ে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, ‘ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ-খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারটির সহযোগিতায় তাদের পাশে আছি।’

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে