Ajker Patrika

হাতিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে জামায়াত, নতুন ঘর হস্তান্তর

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে জামায়াত, নতুন ঘর হস্তান্তর
হাতিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো দম্পতির সন্তান কেশব দাসের হাতে ঘরের তালা-চাবি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিহতদের পরিবারকে একটি চারচালা টিনের ঘর নির্মাণ করে দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে নিহত দম্পতির সন্তান কেশব দাসের হাতে ঘরটির চাবি তুলে দেওয়া হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশরাফ, ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কেশব দাস।

এর আগে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের মুনদা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলন বালা আগুনে পুড়ে মারা যান। সেই সঙ্গে তাঁদের পালিত সাতটি গরুও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ভাগ্যজনক ওই ঘটনার পর জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তাদের তত্ত্বাবধানে তা নির্মাণ সম্পন্ন হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, ‘মানবতার খাতিরে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।’

এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত