নোয়াখালী প্রতিনিধি

কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।

কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে