Ajker Patrika

নোয়াখালীতে ‘আলু সিন্ডিকেটের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ‘আলু সিন্ডিকেটের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জড়িত আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা আলুসহ কাঁচা শাকসবজির ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুনতে হয় তাঁদের। অন্যদিকে অসাধু আড়তদারেরা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন এসব পণ্য।

এ সময় অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছে না। মাঝেমধ্যে কিছু অভিযান চালালেও এ সিন্ডিকেটের কিছুই করতে পারছে না সরকার।

দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত