নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী উচ্চবিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্ত ভরাটের অভিযোগে ওই কেন্দ্রের সহকারী হল সুপার ও হল গার্ডকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
ইউএনও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীর থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিমকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে সহকারী হল সুপার শিক্ষক সবুজের নির্দেশে হল গার্ড নুরুল করিম পরীক্ষার্থী মোসাম্মদ শানজিদা আফরিনকে দেরি করে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেন। ওএমআর শিট দিতে গড়িমসি এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেন। এর প্রতিবাদ করলে সহকারী হল সুপার শাহ কামাল সবুজ অনৈতিকভাবে পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে নিজের ইচ্ছেমতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হলরুমের পাশে নিয়ে গালমন্দ, অপমান-অপদস্থ করা হয় ওই পরীক্ষার্থীকে। পরে এই ঘটনায় ওই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী উচ্চবিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্ত ভরাটের অভিযোগে ওই কেন্দ্রের সহকারী হল সুপার ও হল গার্ডকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
ইউএনও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীর থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিমকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে সহকারী হল সুপার শিক্ষক সবুজের নির্দেশে হল গার্ড নুরুল করিম পরীক্ষার্থী মোসাম্মদ শানজিদা আফরিনকে দেরি করে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেন। ওএমআর শিট দিতে গড়িমসি এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেন। এর প্রতিবাদ করলে সহকারী হল সুপার শাহ কামাল সবুজ অনৈতিকভাবে পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে নিজের ইচ্ছেমতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হলরুমের পাশে নিয়ে গালমন্দ, অপমান-অপদস্থ করা হয় ওই পরীক্ষার্থীকে। পরে এই ঘটনায় ওই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৮ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৮ মিনিট আগে