হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’

নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৩ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৭ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৯ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২২ মিনিট আগে