নোয়াখালী প্রতিনিধি

যৌতুক না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে (১৯) শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ (২২)। তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার আবু ইউসুফ কুমিল্লা জেলার নবীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে পাঁচ-ছয় মাস আগে সুমিকে বিয়ে করেন আবু ইউসুফ। কিছুদিন আগে সুমির কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি করায় গত রোববার (১ অক্টোবর) স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে সুমিকে হত্যা করেন তিনি। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় ইউসুফ।
এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ঘটনার পর পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আবু ইউসুফ।
ইউসুফ পেশায় একজন চোর। তিনি একাধিক বিয়েও করেছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করেন। পরে যৌতুক নিয়ে পালিয়ে যায় আবু ইউসুফ। একই কাজ করেছেন সুমির ক্ষেত্রেও। আজ রোববার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যৌতুক না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে (১৯) শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ (২২)। তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার আবু ইউসুফ কুমিল্লা জেলার নবীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে পাঁচ-ছয় মাস আগে সুমিকে বিয়ে করেন আবু ইউসুফ। কিছুদিন আগে সুমির কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি করায় গত রোববার (১ অক্টোবর) স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে সুমিকে হত্যা করেন তিনি। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় ইউসুফ।
এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ঘটনার পর পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আবু ইউসুফ।
ইউসুফ পেশায় একজন চোর। তিনি একাধিক বিয়েও করেছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করেন। পরে যৌতুক নিয়ে পালিয়ে যায় আবু ইউসুফ। একই কাজ করেছেন সুমির ক্ষেত্রেও। আজ রোববার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৭ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে