নোয়াখালী প্রতিনিধি

যৌতুক না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে (১৯) শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ (২২)। তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার আবু ইউসুফ কুমিল্লা জেলার নবীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে পাঁচ-ছয় মাস আগে সুমিকে বিয়ে করেন আবু ইউসুফ। কিছুদিন আগে সুমির কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি করায় গত রোববার (১ অক্টোবর) স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে সুমিকে হত্যা করেন তিনি। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় ইউসুফ।
এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ঘটনার পর পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আবু ইউসুফ।
ইউসুফ পেশায় একজন চোর। তিনি একাধিক বিয়েও করেছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করেন। পরে যৌতুক নিয়ে পালিয়ে যায় আবু ইউসুফ। একই কাজ করেছেন সুমির ক্ষেত্রেও। আজ রোববার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যৌতুক না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে (১৯) শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ (২২)। তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার আবু ইউসুফ কুমিল্লা জেলার নবীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে পাঁচ-ছয় মাস আগে সুমিকে বিয়ে করেন আবু ইউসুফ। কিছুদিন আগে সুমির কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি করায় গত রোববার (১ অক্টোবর) স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে সুমিকে হত্যা করেন তিনি। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় ইউসুফ।
এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ঘটনার পর পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আবু ইউসুফ।
ইউসুফ পেশায় একজন চোর। তিনি একাধিক বিয়েও করেছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করেন। পরে যৌতুক নিয়ে পালিয়ে যায় আবু ইউসুফ। একই কাজ করেছেন সুমির ক্ষেত্রেও। আজ রোববার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে