নোয়াখালী প্রতিনিধি

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় হাসপাতালের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাইরে রাখা পুরাতন কিছু আসবাব ও মালামাল পুড়ে গেছে। আজ রোববার হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে প্রথমে পরিত্যক্ত আসবাবের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি আগুনে রূপ নেয় এবং পাশে ছড়াতে শুরু করে। ঘটনাস্থলের পাশে জরুরি বিভাগ থাকায় আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিত লোকজন, হাসপাতালের রোগী এবং তাদের স্বজনেরা। অনেকেই আতঙ্কে এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি লাইন পুড়ে যাওয়ায় হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রোগীদের স্বজনেরা জানান, এভাবে একটি হাসপাতালের জরুরি সেবার পাশে এই ধরনের মালামালগুলো উন্মুক্ত স্থানে রাখা ঠিক হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ ভয়াবহ ঘটনা ঘটতে পারত। সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আসার কারণে বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন বলেন, ‘ইমারজেন্সি কক্ষের পাশের ওই স্থানটিতে সিগারেটের শলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। মালামালগুলো আমাদের অকশনের জন্য রাখা হয়েছে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে।’ তবে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই মাইজদী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় হাসপাতালের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাইরে রাখা পুরাতন কিছু আসবাব ও মালামাল পুড়ে গেছে। আজ রোববার হাসপাতালের জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে প্রথমে পরিত্যক্ত আসবাবের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি আগুনে রূপ নেয় এবং পাশে ছড়াতে শুরু করে। ঘটনাস্থলের পাশে জরুরি বিভাগ থাকায় আতঙ্কিত হয়ে পড়ে উপস্থিত লোকজন, হাসপাতালের রোগী এবং তাদের স্বজনেরা। অনেকেই আতঙ্কে এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি লাইন পুড়ে যাওয়ায় হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রোগীদের স্বজনেরা জানান, এভাবে একটি হাসপাতালের জরুরি সেবার পাশে এই ধরনের মালামালগুলো উন্মুক্ত স্থানে রাখা ঠিক হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ ভয়াবহ ঘটনা ঘটতে পারত। সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আসার কারণে বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন বলেন, ‘ইমারজেন্সি কক্ষের পাশের ওই স্থানটিতে সিগারেটের শলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। মালামালগুলো আমাদের অকশনের জন্য রাখা হয়েছে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে।’ তবে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই মাইজদী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে