Ajker Patrika

বাবার কোলে শিশু নিহত: বিদেশ থেকে আনা উপহার পড়ে আছে আলমারিতে

নোয়াখালী প্রতিনিধি
বাবার কোলে শিশু নিহত: বিদেশ থেকে আনা উপহার পড়ে আছে আলমারিতে

মাত্র কয়েক দিন আগেও বাড়ির উঠান জুড়ে খেলায় মেতে থাকত ৪ বছর বয়সী শিশু তাসফিয়া। আশা ছিল বাবা দেশে আসার পর এক সঙ্গে ঈদের আনন্দে মেতে ওঠার। কিন্তু বাবা দেশে এলেও বাবা-মা বা পরিবারের সঙ্গে ঈদ করা হলো না শিশু তাসফিয়ার। ঈদের মাত্র কয়েক দিন আগেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় এ ফুটফুটে শিশুটি। 

পুরো এলাকায় ঈদের আমেজ বিরাজ করলেও সুনসান নীরবতা তাসফিয়ার পরিবারে। শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। নিহতের পরিবার ও স্বজনরা বলেন, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এই ঘটনায় গ্রেপ্তার সকল আসামিদের শাস্তি যেন দ্রুত নিশ্চিত হয়। 

একমাত্র মেয়েকে হারিয়ে ঈদের আনন্দ ভুলে গেছেন তাসফিয়ার বাবা মাওলানা আবু জাহের ও মা জেসমিন আক্তার। আর কোনো দিন তাসফিয়ার জন্য ঈদের নতুন জামা কেনা হবে না। গত বছর বাবা বিদেশে থাকলেও মায়ের সঙ্গে ঈদ আনন্দে মেতে ছিল তাসফিয়া। ওই বছরের মতো এবার আর দেওয়া হবে না মেহেদি। আর কখনো আবদার করবে না নতুন জুতো আর ঈদের জামার। বাবা বিদেশে থেকে তাসফিয়ার জন্য যে উপহার এনেছিল সবগুলো ওভাবেই পড়ে আছে আলমারিতে। 

তাসফিয়ার মা জেসমিন আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘যারা আমার তাসফিয়াকে আমার বুক থেকে নিয়ে গেছে, যারা আমার বুক খালি করেছে আমি তাঁদের ফাঁসি চাই। গত ঈদে আমি কোলে বসিয়ে আমার মেয়ের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এ ঈদে আমার মেয়ে আমার কোলে নেই। ঈদে নতুন জামা-কাপড় পরে আত্মীয়স্বজনের বাড়িতে ছুটে যেত। তাসফিয়ার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাই।’ 

তাসফিয়ার বাবা মাওলানা আবু জাহের বলেন, ‘৮ বছর পর যাকে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার কথা আর সেই যখন নেই তখন কাকে নিয়ে ঈদ করব? কাকে নিয়ে আনন্দ করব? আমার আনন্দ উল্লাস করার প্রয়োজন নেই। নিরাপদ স্থানে থেকেও যখন মেয়েকে হারিয়ে ফেললাম তখন এ বেদনা কীভাবে ভুলতে পারি। মাঝে মাঝে চিন্তা হয় আমাদের নিরাপত্তা কে দেবে? বাড়িতে কেউ নেই, বাড়ির নিরাপত্তা কে দেবে? পাষাণরা আমার মেয়েকে বাঁচতে দিল না।’ 

প্রসঙ্গত, তাসফিয়া হত্যার ঘটনায় র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রিমনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এখনো উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই অস্ত্রটি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত