হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় রাতে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বড় মাতুল দিয়ে পিটিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। বাড়িতে থাকা গৃহবধূদের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার সকালে প্রবাসীদের বাবা অলি উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, রোববার রাতে হঠাৎ কিছু সন্ত্রাসী তাঁদের বাড়িতে আক্রমণ করে উত্তর পাশে সীমানা প্রাচীর ভাঙচুর করে। বড় মাতুল দিয়ে প্রাচীরে আঘাত করার শব্দ শুনে বাড়িতে থাকা নারীরা এগিয়ে এলে তাঁদের আক্রমণ করে সন্ত্রাসীরা। ১০-১৫ মিনিটের মধ্যে সন্ত্রাসীরা প্রায় ৫০ ফুট সীমানা ভেঙে ফেলে। পরে বাড়িতে প্রবেশ করে তাঁরা নারীদের ওপর আক্রমণ করেন। এ সময় নারীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের ওপরও আক্রমণ করে সন্ত্রাসীরা।
অলি উদ্দিন জানান, তাঁর ছেলে আব্দুর রহমান, সাইফুর রহমান, আয়াত মধ্যপ্রাচ্যের দেশ ওমানে থাকেন। ছেলে, মেয়ে ও পত্র বধূসহ তিনি এই বাড়িতে থাকেন। তাঁদের সঙ্গে প্রতিবেশী আছিয়ল হকদের বাড়ির অংশ নিয়ে বিরোধ চলছে। ইতিমধ্যে এই বিষয়ে আদালতে মামলা চলমান আছে। সম্প্রতি এই বিষয়ে হাতিয়া নৌ-বাহিনীর ক্যাম্পে অভিযোগ দিলে উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক হয়। সবশেষ বৈঠকে মীমাংসা না হওয়ায় পুনরায় বৈঠকের সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ সেই বৈঠকের অপেক্ষা না করে হঠাৎ রাতের আঁধারে হামলা করে।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা সবাই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তারা পরিকল্পিতভাবে প্রাচীর ভাঙার জন্য লোহার বড় হাতুড়ি ও হামার নিয়ে আসে। তাদের আক্রমণে পুত্রবধূ, মেয়ে ও ছেলে আহত হয়।
এই বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক মনির উদ্দিন জানান, রাতে ৯৯৯-থেকে কল পেয়ে প্রবাসীর বাড়িতে যাওয়া হয়। সেখানে প্রাচীর ভাঙচুরের আলামত পাওয়া যায়। প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রাচীর ভাঙার যন্ত্রপাতী উদ্ধার করে নিয়ে আসা হয়।
এই ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসআই মনিরকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হয়েছে।

নোয়াখালী হাতিয়ায় রাতে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বড় মাতুল দিয়ে পিটিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। বাড়িতে থাকা গৃহবধূদের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার সকালে প্রবাসীদের বাবা অলি উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, রোববার রাতে হঠাৎ কিছু সন্ত্রাসী তাঁদের বাড়িতে আক্রমণ করে উত্তর পাশে সীমানা প্রাচীর ভাঙচুর করে। বড় মাতুল দিয়ে প্রাচীরে আঘাত করার শব্দ শুনে বাড়িতে থাকা নারীরা এগিয়ে এলে তাঁদের আক্রমণ করে সন্ত্রাসীরা। ১০-১৫ মিনিটের মধ্যে সন্ত্রাসীরা প্রায় ৫০ ফুট সীমানা ভেঙে ফেলে। পরে বাড়িতে প্রবেশ করে তাঁরা নারীদের ওপর আক্রমণ করেন। এ সময় নারীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের ওপরও আক্রমণ করে সন্ত্রাসীরা।
অলি উদ্দিন জানান, তাঁর ছেলে আব্দুর রহমান, সাইফুর রহমান, আয়াত মধ্যপ্রাচ্যের দেশ ওমানে থাকেন। ছেলে, মেয়ে ও পত্র বধূসহ তিনি এই বাড়িতে থাকেন। তাঁদের সঙ্গে প্রতিবেশী আছিয়ল হকদের বাড়ির অংশ নিয়ে বিরোধ চলছে। ইতিমধ্যে এই বিষয়ে আদালতে মামলা চলমান আছে। সম্প্রতি এই বিষয়ে হাতিয়া নৌ-বাহিনীর ক্যাম্পে অভিযোগ দিলে উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক হয়। সবশেষ বৈঠকে মীমাংসা না হওয়ায় পুনরায় বৈঠকের সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ সেই বৈঠকের অপেক্ষা না করে হঠাৎ রাতের আঁধারে হামলা করে।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা সবাই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তারা পরিকল্পিতভাবে প্রাচীর ভাঙার জন্য লোহার বড় হাতুড়ি ও হামার নিয়ে আসে। তাদের আক্রমণে পুত্রবধূ, মেয়ে ও ছেলে আহত হয়।
এই বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক মনির উদ্দিন জানান, রাতে ৯৯৯-থেকে কল পেয়ে প্রবাসীর বাড়িতে যাওয়া হয়। সেখানে প্রাচীর ভাঙচুরের আলামত পাওয়া যায়। প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রাচীর ভাঙার যন্ত্রপাতী উদ্ধার করে নিয়ে আসা হয়।
এই ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসআই মনিরকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হয়েছে।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩২ মিনিট আগে