সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে (১৯) অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১। গ্রেপ্তার মো. নাজিমুল হক সুমনকে (২৬) আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুবর্ণচর উপজেলার চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
গ্রেপ্তার মো. নাজিমুল হক সুমন সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নর পূর্ব সাহাপুর গ্রামের মজিবুল হকের ছেলে। গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
মামলার সূত্রে জানা যায়, ভিকটিম সুবর্ণচর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী। চার মাস আগে একটি ডিজিট ভুল হওয়ায় তাঁর নম্বর থেকে সুমনের মোবাইল ফোনে কল চলে যায়। পরে সুমন তাঁকে নিয়মিত ফোন করতে থাকেন। একপর্যায়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখান। রাজি না হলে তিনি শুধু একবার দেখা করার অনুরোধ করেন। তাঁর কথা বিশ্বাস করে প্রস্তাবে রাজি হন তরুণী। গত ২৯ এপ্রিল জেলা শহর মাইজদীতে দেখা করতে যান। এ সময় সুমন ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করে সদরের লক্ষ্মীনারায়ণপুরে সুমনের খালা মর্জিনা আক্তারের বাড়িতে নিয়ে যান। সেখানে রুমি আক্তার ও মর্জিনা আক্তারের সহযোগিতায় সুমন মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে বসতঘরে আটকে রাখেন। পরে একটি মোবাইল ফোন কাছে পেয়ে মেয়েটি কৌশলে তাঁর ভাইয়ের মোবাইল ফোনে মেসেজ দিয়ে অপহরণের ঘটনা ও অবস্থানের খবর দেন। পরে তরুণীর ভাই চরজব্বার থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তখন আসামিরা পালিয়ে যান।
এ ঘটনায় ৮ মে ভুক্তভোগী ওই তরুণী নিজে বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে এবং আরও দুজনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে র্যাব সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলায় নাম উল্লেখ করা অপর দুই আসামি হলেন রুমি আক্তার (২৩) ও মর্জিনা আক্তার (৪৩)। এ মামলায় আরও তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ আজকের পত্রিকাকে বলেন, র্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসানের সহায়তায় শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঠানো হবে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে (১৯) অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১। গ্রেপ্তার মো. নাজিমুল হক সুমনকে (২৬) আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুবর্ণচর উপজেলার চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
গ্রেপ্তার মো. নাজিমুল হক সুমন সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নর পূর্ব সাহাপুর গ্রামের মজিবুল হকের ছেলে। গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
মামলার সূত্রে জানা যায়, ভিকটিম সুবর্ণচর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী। চার মাস আগে একটি ডিজিট ভুল হওয়ায় তাঁর নম্বর থেকে সুমনের মোবাইল ফোনে কল চলে যায়। পরে সুমন তাঁকে নিয়মিত ফোন করতে থাকেন। একপর্যায়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখান। রাজি না হলে তিনি শুধু একবার দেখা করার অনুরোধ করেন। তাঁর কথা বিশ্বাস করে প্রস্তাবে রাজি হন তরুণী। গত ২৯ এপ্রিল জেলা শহর মাইজদীতে দেখা করতে যান। এ সময় সুমন ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করে সদরের লক্ষ্মীনারায়ণপুরে সুমনের খালা মর্জিনা আক্তারের বাড়িতে নিয়ে যান। সেখানে রুমি আক্তার ও মর্জিনা আক্তারের সহযোগিতায় সুমন মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে বসতঘরে আটকে রাখেন। পরে একটি মোবাইল ফোন কাছে পেয়ে মেয়েটি কৌশলে তাঁর ভাইয়ের মোবাইল ফোনে মেসেজ দিয়ে অপহরণের ঘটনা ও অবস্থানের খবর দেন। পরে তরুণীর ভাই চরজব্বার থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তখন আসামিরা পালিয়ে যান।
এ ঘটনায় ৮ মে ভুক্তভোগী ওই তরুণী নিজে বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে এবং আরও দুজনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে র্যাব সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলায় নাম উল্লেখ করা অপর দুই আসামি হলেন রুমি আক্তার (২৩) ও মর্জিনা আক্তার (৪৩)। এ মামলায় আরও তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ আজকের পত্রিকাকে বলেন, র্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসানের সহায়তায় শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঠানো হবে।

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
৪ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে