সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন রাশেদ (২৪)। একই ঘটনায় সুবর্ণচরের আরও একজন নির্মাণশ্রমিকেরও মৃত্যু হয়। রাশেদের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা পর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। রাশেদের পরিবার জানায়, চার বছরের এটি মেয়ে আছে তাঁর। রাশেদের অনেক ইচ্ছে ছিল এবার ছেলে জন্মালে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। কিন্তু তাঁর সে শখ আর পূরণ হলো না।
আজ শনিবার দুপুরে রাশেদের বাড়িতে গেলে দেখা যায়, শোকাহত পরিবেশে সদ্য ভূমিষ্ঠ নবজাতকে নিয়ে বসে আছেন তাঁর মা। পাশেই বসে কাঁদছে রাশেদের চার বছরের মেয়ে। স্বজনেরা জানান, রাশেদের মৃত্যুতে এই সংসারের সব সুখ চলে গেল। দুই শিশুকে কীভাবে বড় করবেন, সেটাই এখন তাঁর মায়ের চিন্তা।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। একদিকে নতুন প্রাণের আগমন। অন্যদিকে সেই প্রাণের জন্মদাতার চিরবিদায়। এই যন্ত্রণার ভাষা নেই।’
রাশেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘রাশেদ অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এ অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। একই পরিবারের ঘরে একসঙ্গে সন্তানের জন্ম আর বাবার জানাজা—এমন ঘটনা আমাদের গ্রামে কখনো ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।’ পরিবারটি যেন সরকারি সহায়তা পায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিহতদের পরিবারের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছেন।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন রাশেদ (২৪)। একই ঘটনায় সুবর্ণচরের আরও একজন নির্মাণশ্রমিকেরও মৃত্যু হয়। রাশেদের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা পর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। রাশেদের পরিবার জানায়, চার বছরের এটি মেয়ে আছে তাঁর। রাশেদের অনেক ইচ্ছে ছিল এবার ছেলে জন্মালে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। কিন্তু তাঁর সে শখ আর পূরণ হলো না।
আজ শনিবার দুপুরে রাশেদের বাড়িতে গেলে দেখা যায়, শোকাহত পরিবেশে সদ্য ভূমিষ্ঠ নবজাতকে নিয়ে বসে আছেন তাঁর মা। পাশেই বসে কাঁদছে রাশেদের চার বছরের মেয়ে। স্বজনেরা জানান, রাশেদের মৃত্যুতে এই সংসারের সব সুখ চলে গেল। দুই শিশুকে কীভাবে বড় করবেন, সেটাই এখন তাঁর মায়ের চিন্তা।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। একদিকে নতুন প্রাণের আগমন। অন্যদিকে সেই প্রাণের জন্মদাতার চিরবিদায়। এই যন্ত্রণার ভাষা নেই।’
রাশেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘রাশেদ অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এ অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। একই পরিবারের ঘরে একসঙ্গে সন্তানের জন্ম আর বাবার জানাজা—এমন ঘটনা আমাদের গ্রামে কখনো ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।’ পরিবারটি যেন সরকারি সহায়তা পায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিহতদের পরিবারের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছেন।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে