সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন রাশেদ (২৪)। একই ঘটনায় সুবর্ণচরের আরও একজন নির্মাণশ্রমিকেরও মৃত্যু হয়। রাশেদের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা পর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। রাশেদের পরিবার জানায়, চার বছরের এটি মেয়ে আছে তাঁর। রাশেদের অনেক ইচ্ছে ছিল এবার ছেলে জন্মালে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। কিন্তু তাঁর সে শখ আর পূরণ হলো না।
আজ শনিবার দুপুরে রাশেদের বাড়িতে গেলে দেখা যায়, শোকাহত পরিবেশে সদ্য ভূমিষ্ঠ নবজাতকে নিয়ে বসে আছেন তাঁর মা। পাশেই বসে কাঁদছে রাশেদের চার বছরের মেয়ে। স্বজনেরা জানান, রাশেদের মৃত্যুতে এই সংসারের সব সুখ চলে গেল। দুই শিশুকে কীভাবে বড় করবেন, সেটাই এখন তাঁর মায়ের চিন্তা।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। একদিকে নতুন প্রাণের আগমন। অন্যদিকে সেই প্রাণের জন্মদাতার চিরবিদায়। এই যন্ত্রণার ভাষা নেই।’
রাশেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘রাশেদ অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এ অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। একই পরিবারের ঘরে একসঙ্গে সন্তানের জন্ম আর বাবার জানাজা—এমন ঘটনা আমাদের গ্রামে কখনো ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।’ পরিবারটি যেন সরকারি সহায়তা পায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিহতদের পরিবারের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছেন।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন রাশেদ (২৪)। একই ঘটনায় সুবর্ণচরের আরও একজন নির্মাণশ্রমিকেরও মৃত্যু হয়। রাশেদের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা পর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। রাশেদের পরিবার জানায়, চার বছরের এটি মেয়ে আছে তাঁর। রাশেদের অনেক ইচ্ছে ছিল এবার ছেলে জন্মালে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। কিন্তু তাঁর সে শখ আর পূরণ হলো না।
আজ শনিবার দুপুরে রাশেদের বাড়িতে গেলে দেখা যায়, শোকাহত পরিবেশে সদ্য ভূমিষ্ঠ নবজাতকে নিয়ে বসে আছেন তাঁর মা। পাশেই বসে কাঁদছে রাশেদের চার বছরের মেয়ে। স্বজনেরা জানান, রাশেদের মৃত্যুতে এই সংসারের সব সুখ চলে গেল। দুই শিশুকে কীভাবে বড় করবেন, সেটাই এখন তাঁর মায়ের চিন্তা।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম। একদিকে নতুন প্রাণের আগমন। অন্যদিকে সেই প্রাণের জন্মদাতার চিরবিদায়। এই যন্ত্রণার ভাষা নেই।’
রাশেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘রাশেদ অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার এ অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। একই পরিবারের ঘরে একসঙ্গে সন্তানের জন্ম আর বাবার জানাজা—এমন ঘটনা আমাদের গ্রামে কখনো ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।’ পরিবারটি যেন সরকারি সহায়তা পায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিহতদের পরিবারের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছেন।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৯ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে