হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আয়েশা নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার তিন দিন পর উদ্ধার করেছেন জেলেরা। আজ বৃহস্পতিবার সকালে অন্যান্য ট্রলারের সহযোগিতায় ট্রলারটি হাতিয়ার জাহাজমারা মোহাম্মদ আলী সুইজঘাটে নিয়ে আসেন জেলেরা।
সকালে সরেজমিনে দেখা যায়, উদ্ধার করা ট্রলারটি পানিতে ডুবে রয়েছে। এর এক পাশে ভেঙে যাওয়া অংশ দিয়ে সহজে পানি ঢুকছে ট্রলারের মধ্যে। এতে ট্রলারের কোল্ড স্টোরে থাকা মাছ পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ট্রলারের মাঝিমাল্লারা সেই মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা ইউপি সদস্য মো. খোকন জানান, অন্য একটি ট্রলার তাঁর মালিকানা ট্রলারটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারের পাশের একটি অংশ ভেঙে যায়। এ সময় জোয়ারের স্রোতে ট্রলারে পানি ঢুকে কাত হয়ে ডুবে যায়। পরে জাহাজমারা জংগলিয়ার ঘাটের একটি ছোট ট্রলারের মাধ্যমে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
ট্রলারের মালিক আরও জানান, ট্রলারে থাকা প্রায় ১০ লাখ টাকার জাল ও অন্যান্য মালামাল নদীতে ভেসে যায়। পানি ঢুকে পচে গেছে ট্রলারে থাকা প্রায় ৮ লাখ টাকার ইলিশ মাছ। গত মঙ্গলবার সকালে ট্রলারটি মাছ ধরে ঘাটে আসার পথে অন্য একটি ট্রলার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তাঁর ট্রলারকে আঘাত করে। রাতের আঁধারে হওয়ায় ট্রলারটি চিহ্নিত করতে পারেননি মাঝিমাল্লারা। এ ব্যাপারে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন জানান, সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে হঠাৎ একটি ট্রলার এসে পাশ থেকে তাঁদের ট্রলারটিকে আঘাত করে। এতে প্রবল জোয়ারে স্রোতের মুখে পড়লে উল্টে যায় এটি। পরে সাঁতরে মাঝিমাল্লারা সবাই অন্যান্য ট্রলারে গিয়ে ওঠেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে কয়েকটি ট্রলারে জেলেদের মতো করে সাগরে অবস্থান করছে একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন ট্রলারকে জিম্মি করে মাছ-জালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাদের ট্রলারটিকে এভাবে জিম্মি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রথম আঘাতে ডুবে যাওয়ায় তারা পালি যায়।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য একটি ট্রলার আঘাত করেছে। তবে কারও নাম উল্লেখ করতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আয়েশা নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার তিন দিন পর উদ্ধার করেছেন জেলেরা। আজ বৃহস্পতিবার সকালে অন্যান্য ট্রলারের সহযোগিতায় ট্রলারটি হাতিয়ার জাহাজমারা মোহাম্মদ আলী সুইজঘাটে নিয়ে আসেন জেলেরা।
সকালে সরেজমিনে দেখা যায়, উদ্ধার করা ট্রলারটি পানিতে ডুবে রয়েছে। এর এক পাশে ভেঙে যাওয়া অংশ দিয়ে সহজে পানি ঢুকছে ট্রলারের মধ্যে। এতে ট্রলারের কোল্ড স্টোরে থাকা মাছ পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ট্রলারের মাঝিমাল্লারা সেই মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা ইউপি সদস্য মো. খোকন জানান, অন্য একটি ট্রলার তাঁর মালিকানা ট্রলারটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারের পাশের একটি অংশ ভেঙে যায়। এ সময় জোয়ারের স্রোতে ট্রলারে পানি ঢুকে কাত হয়ে ডুবে যায়। পরে জাহাজমারা জংগলিয়ার ঘাটের একটি ছোট ট্রলারের মাধ্যমে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
ট্রলারের মালিক আরও জানান, ট্রলারে থাকা প্রায় ১০ লাখ টাকার জাল ও অন্যান্য মালামাল নদীতে ভেসে যায়। পানি ঢুকে পচে গেছে ট্রলারে থাকা প্রায় ৮ লাখ টাকার ইলিশ মাছ। গত মঙ্গলবার সকালে ট্রলারটি মাছ ধরে ঘাটে আসার পথে অন্য একটি ট্রলার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তাঁর ট্রলারকে আঘাত করে। রাতের আঁধারে হওয়ায় ট্রলারটি চিহ্নিত করতে পারেননি মাঝিমাল্লারা। এ ব্যাপারে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন জানান, সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে হঠাৎ একটি ট্রলার এসে পাশ থেকে তাঁদের ট্রলারটিকে আঘাত করে। এতে প্রবল জোয়ারে স্রোতের মুখে পড়লে উল্টে যায় এটি। পরে সাঁতরে মাঝিমাল্লারা সবাই অন্যান্য ট্রলারে গিয়ে ওঠেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে কয়েকটি ট্রলারে জেলেদের মতো করে সাগরে অবস্থান করছে একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন ট্রলারকে জিম্মি করে মাছ-জালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাদের ট্রলারটিকে এভাবে জিম্মি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রথম আঘাতে ডুবে যাওয়ায় তারা পালি যায়।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য একটি ট্রলার আঘাত করেছে। তবে কারও নাম উল্লেখ করতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে