চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সোমালিয়ায় দস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের মধ্যে একজন নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোহাম্মদ সালেহ আহমদ। গতকাল বুধবার সকালে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথা হয় তাঁর। তখন দোয়া চান তাঁদের কাছে।
মোহাম্মদ সালেহ আহমদ জাহাজটিতে ফাইটার পদে কর্মরত। তিনি সিংবাহুড়া গ্রামের মৃত সাখায়াত উল্যার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সালেহ।
আজ বৃহস্পতিবার সকালে সালেহ আহমদের বাড়িতে গিয়ে দেখা যায়, উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তানের। স্ত্রী তানিয়া আক্তার জানান, বুধবার সকাল ৭টার দিকে সালেহ অজ্ঞাত একটা ফোন নম্বর থেকে কল করেন। এরপর প্রায় দুই মিনিট কথা বলেন। এ সময় তাঁর জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ জানান। সালেহকে অক্ষতভাবে উদ্ধারের জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তানিয়াসহ সালেহর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহসহ এর ২৩ জন নাবিককে জিম্মি করে প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু। এই ২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। এর মধ্যে মো. আনোয়ারুল হক রাজুর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে।
সর্বশেষ খবর অনুযায়ী জিম্মিসহ জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে এগোচ্ছে। আজ বৃহস্পতিবার এটি সোমালিয়ায় নোঙর করার কথা।

সোমালিয়ায় দস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের মধ্যে একজন নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোহাম্মদ সালেহ আহমদ। গতকাল বুধবার সকালে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথা হয় তাঁর। তখন দোয়া চান তাঁদের কাছে।
মোহাম্মদ সালেহ আহমদ জাহাজটিতে ফাইটার পদে কর্মরত। তিনি সিংবাহুড়া গ্রামের মৃত সাখায়াত উল্যার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সালেহ।
আজ বৃহস্পতিবার সকালে সালেহ আহমদের বাড়িতে গিয়ে দেখা যায়, উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তানের। স্ত্রী তানিয়া আক্তার জানান, বুধবার সকাল ৭টার দিকে সালেহ অজ্ঞাত একটা ফোন নম্বর থেকে কল করেন। এরপর প্রায় দুই মিনিট কথা বলেন। এ সময় তাঁর জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ জানান। সালেহকে অক্ষতভাবে উদ্ধারের জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তানিয়াসহ সালেহর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহসহ এর ২৩ জন নাবিককে জিম্মি করে প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু। এই ২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। এর মধ্যে মো. আনোয়ারুল হক রাজুর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে।
সর্বশেষ খবর অনুযায়ী জিম্মিসহ জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে এগোচ্ছে। আজ বৃহস্পতিবার এটি সোমালিয়ায় নোঙর করার কথা।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৫ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে