হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।
হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।
হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।
এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।

নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।
হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।
হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।
এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে