Ajker Patrika

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইরিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়।

পথে তাদের সিএনজিটি কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে সড়কের পাশে উল্টে পড়ে গেলে সিএনজির ভেতরে থাকা আইরিন ও আঁখি আহত হয়। পাশ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর বাসটি দ্রুত পালিয়ে যায়। নিহতের মৃতদেহ হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন নিয়ে গেছে বলে আমরা শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত