হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩০ মিনিট আগে