Ajker Patrika

সৌদি আরবে লরিচাপায় নোয়াখালীর যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
সৌদি আরবে লরিচাপায় নোয়াখালীর যুবক নিহত
সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের তাবুকে পণ্যবাহী লরির চাপায় নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওই দিন দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩৬)। তিনি বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জুনা হাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

স্বজনেরা জানান, সাইফুল জীবিকার তাগিদে দেড় বছর আগে সৌদি আরবে যান। সেখানে তিনি পেট্রলপাম্পে চাকরি করতেন। গতকাল দুপুরে পাম্পে একটি গাড়িতে জ্বালানি ভরছিলেন সাইফুল। এ সময় জ্বালানি নিতে আসা একটি লরি পাম্পে ঢুকে তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফয়েজ উল্যাহ ভূঁইয়া তনু বলেন, সাইফুলের লাশ দ্রুত দেশে আনতে পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত