নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে নাজু আক্তার (৩৩) ও এরশাদুল আলম (২৬) নামের দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জিজ্ঞাসাবাদে আটক নারীর পেটে ইয়াবা রয়েছে জানালে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ২ হাজার ৪৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার দক্ষিণ হাজীপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা নাজু আক্তার ও কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার-লিচুয়াপ্রাং এলাকার এরশাদুল আলম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীতে আসবে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুজনের ওপর নজরদারি রাখা হয়। গতকাল শনিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে তাঁরা নোয়াখালীর চৌমুহনী যাচ্ছিলেন। তাঁদের বাসটি চৌমুহনী পৌর এলাকার দক্ষিণ হাজীপুর পৌঁছালে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।
পরে বাস থেকে সন্দেহভাজন এক নারীসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর পেটে ইয়াবা রয়েছে বলে তিনি স্বীকার করেন। তাঁদের মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে নারীর পেট অপারেশন করে ভেতরে অনেকগুলো পলি প্যাকেট দেখা যায়।
ওষুধ সেবনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় পেট থেকে ৪৯টি পলি প্যাকে থাকা ২ হাজার ৪৫০টি ইয়াবা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে নাজু আক্তার (৩৩) ও এরশাদুল আলম (২৬) নামের দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জিজ্ঞাসাবাদে আটক নারীর পেটে ইয়াবা রয়েছে জানালে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ২ হাজার ৪৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার দক্ষিণ হাজীপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা নাজু আক্তার ও কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার-লিচুয়াপ্রাং এলাকার এরশাদুল আলম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীতে আসবে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুজনের ওপর নজরদারি রাখা হয়। গতকাল শনিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে তাঁরা নোয়াখালীর চৌমুহনী যাচ্ছিলেন। তাঁদের বাসটি চৌমুহনী পৌর এলাকার দক্ষিণ হাজীপুর পৌঁছালে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।
পরে বাস থেকে সন্দেহভাজন এক নারীসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর পেটে ইয়াবা রয়েছে বলে তিনি স্বীকার করেন। তাঁদের মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে নারীর পেট অপারেশন করে ভেতরে অনেকগুলো পলি প্যাকেট দেখা যায়।
ওষুধ সেবনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় পেট থেকে ৪৯টি পলি প্যাকে থাকা ২ হাজার ৪৫০টি ইয়াবা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২১ মিনিট আগে