হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, নিয়েছেন সুযোগ-সুবিধা। পটপরিবর্তনের পর নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বনে গেলেন জিয়া মঞ্চের সভাপতি। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে।
জানা যায়, সম্প্রতি জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে জামসেদুল ইসলাম টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী বলেন, জামসেদুল ইসলাম টুটুল স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হয়ে এলাকায় অসহায়-নিরীহ মানুষের ওপর প্রভাব বিস্তার করতেন। সাবেক এমপি মোহাম্মদ আলীর অ্যাজেন্ডা বাস্তবায়নে সভা-সেমিনারে সক্রিয় ভূমিকা পালন করেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দমন-পীড়নে সহযোগিতা করতেন। তাঁরা বলেন, ‘তিনি আওয়ামী লীগের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়েছেন আর আমরা একাধিক হামলা-মামলার শিকার হয়েছি। সরকার পতনের পর এই ব্যক্তি কীভাবে নিজেকে বিএনপির লোক দাবি করেন এবং কীভাবে জিয়া মঞ্চের মতো সংগঠনের সভাপতি হন, তা বোধগম্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে জামসেদুল ইসলাম টুটুল বলেন, ‘আমার অসম্মতিতে আমাকে স্বেচ্ছাসেবক লীগ হরণী ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে আমি লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি। আমি হরণী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। তৎকালীন আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ অনেক নির্যাতন করেছিল। সাবেক এমপি মোহাম্মদ আলীর কাছে যেতে এবং নৌকার পক্ষে ভোট করতে আমাকে বাধ্য করা হয়েছিল।’
জিয়া মঞ্চের হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস বলেন, ‘জামসেদুল ইসলাম টুটুল আমাদের সঙ্গে আগে থেকে জিয়া মঞ্চের রাজনীতিতে জড়িত ছিল। মাঝখানে সে যে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ছিল, সেটা জানা ছিল না। বিষয়টি নিয়ে ফেসবুকে ছড়াছড়ির পর আমরা ওই কমিটি স্থগিত রেখেছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেন, ‘যারা ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছে এবং সুযোগ-সুবিধা নিয়েছে, তারা বিএনপির ছায়াতলে থাকতে পারবে না। আমরা খোঁজখবর নিচ্ছি, যদি স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে তার নাম থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং যারা তাকে জিয়া মঞ্চের পদে এনেছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলতে নোয়াখালী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. মনির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।

ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, নিয়েছেন সুযোগ-সুবিধা। পটপরিবর্তনের পর নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বনে গেলেন জিয়া মঞ্চের সভাপতি। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে।
জানা যায়, সম্প্রতি জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে জামসেদুল ইসলাম টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী বলেন, জামসেদুল ইসলাম টুটুল স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হয়ে এলাকায় অসহায়-নিরীহ মানুষের ওপর প্রভাব বিস্তার করতেন। সাবেক এমপি মোহাম্মদ আলীর অ্যাজেন্ডা বাস্তবায়নে সভা-সেমিনারে সক্রিয় ভূমিকা পালন করেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দমন-পীড়নে সহযোগিতা করতেন। তাঁরা বলেন, ‘তিনি আওয়ামী লীগের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়েছেন আর আমরা একাধিক হামলা-মামলার শিকার হয়েছি। সরকার পতনের পর এই ব্যক্তি কীভাবে নিজেকে বিএনপির লোক দাবি করেন এবং কীভাবে জিয়া মঞ্চের মতো সংগঠনের সভাপতি হন, তা বোধগম্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে জামসেদুল ইসলাম টুটুল বলেন, ‘আমার অসম্মতিতে আমাকে স্বেচ্ছাসেবক লীগ হরণী ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে আমি লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি। আমি হরণী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। তৎকালীন আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ অনেক নির্যাতন করেছিল। সাবেক এমপি মোহাম্মদ আলীর কাছে যেতে এবং নৌকার পক্ষে ভোট করতে আমাকে বাধ্য করা হয়েছিল।’
জিয়া মঞ্চের হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস বলেন, ‘জামসেদুল ইসলাম টুটুল আমাদের সঙ্গে আগে থেকে জিয়া মঞ্চের রাজনীতিতে জড়িত ছিল। মাঝখানে সে যে স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ছিল, সেটা জানা ছিল না। বিষয়টি নিয়ে ফেসবুকে ছড়াছড়ির পর আমরা ওই কমিটি স্থগিত রেখেছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেন, ‘যারা ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছে এবং সুযোগ-সুবিধা নিয়েছে, তারা বিএনপির ছায়াতলে থাকতে পারবে না। আমরা খোঁজখবর নিচ্ছি, যদি স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে তার নাম থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং যারা তাকে জিয়া মঞ্চের পদে এনেছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলতে নোয়াখালী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. মনির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে