নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তার ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃপক্ষের সূত্রমতে, আজ সোমবার সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ওপরে। সূত্রটি জানায়, গতকাল রোববার বিকেল থেকে তিস্তার পানি বৃদ্ধি শুরু হয়। সন্ধ্যা ৬টায় পানি প্রবাহ বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
এদিকে মধ্যরাতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান সরকার বলেন, পানি বাড়ায় ইউনিয়নের ছোটখাতা ও বাইশপুকুর গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সর্বশেষ মোবাইল ফোনে চর খড়িবাড়ির বাসিন্দা রিপন ইসলামের সঙ্গে কথা হয়। তিনি জানান, বর্তমানে চরে নদীর পানি আর সেভাবে বৃদ্ধি পাচ্ছে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে তিস্তার অববাহিকায় চরগুলোতে পানি প্রবেশ করেছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পানি বৃদ্ধির বিষয়টি নিয়ে পাউবো কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দী মানুষের সংখ্যা নিরূপণের কাজ চলছে। তালিকাটি হাতে পেলে জানা যাবে কী পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে। আর এ মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে।’

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তার ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃপক্ষের সূত্রমতে, আজ সোমবার সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ওপরে। সূত্রটি জানায়, গতকাল রোববার বিকেল থেকে তিস্তার পানি বৃদ্ধি শুরু হয়। সন্ধ্যা ৬টায় পানি প্রবাহ বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
এদিকে মধ্যরাতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ১৫টি চরের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান সরকার বলেন, পানি বাড়ায় ইউনিয়নের ছোটখাতা ও বাইশপুকুর গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সর্বশেষ মোবাইল ফোনে চর খড়িবাড়ির বাসিন্দা রিপন ইসলামের সঙ্গে কথা হয়। তিনি জানান, বর্তমানে চরে নদীর পানি আর সেভাবে বৃদ্ধি পাচ্ছে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে তিস্তার অববাহিকায় চরগুলোতে পানি প্রবেশ করেছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পানি বৃদ্ধির বিষয়টি নিয়ে পাউবো কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দী মানুষের সংখ্যা নিরূপণের কাজ চলছে। তালিকাটি হাতে পেলে জানা যাবে কী পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে। আর এ মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৭ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে