নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’
সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।
সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।
সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’
সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।
সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।
সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে