নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ‘রোবোটিকস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম’ সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সভা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ এই সভার আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক রেজাউল হক বিদ্যুৎ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন–প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
আলোচনা করেন–সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক মুনতাসির আহাদ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মসিউর রহমান, রোবোটিকস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের কারিগরি কমিটির সদস্য সাংবাদিক জসিম উদ্দিন, ডিজিটাল প্রযুক্তির শিক্ষক মো. ইমরান, সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।
আরও বক্তব্য দেন–সংগঠনের যুগ্ম আহ্বায়ক জোবায়দুর রহমান শাহীন, হাফিজুল হক নান্নু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, শেখ মাসুম, সুরভী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন কৃষিবিদ এম. এ মবিন সরকার। এ সময় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ডিজিটাল প্রযুক্তির শিক্ষক ও রোবোটিকস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও রোবেটিকসের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে-সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আল-ফারুক একাডেমি, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ।
গত বছরও স্থানীয় ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে রোবটিক অ্যান্ড ইন্টেলিজেন্স শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নীলফামারীর সৈয়দপুরে ‘রোবোটিকস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম’ সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সভা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ এই সভার আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক রেজাউল হক বিদ্যুৎ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন–প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
আলোচনা করেন–সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক মুনতাসির আহাদ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মসিউর রহমান, রোবোটিকস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের কারিগরি কমিটির সদস্য সাংবাদিক জসিম উদ্দিন, ডিজিটাল প্রযুক্তির শিক্ষক মো. ইমরান, সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।
আরও বক্তব্য দেন–সংগঠনের যুগ্ম আহ্বায়ক জোবায়দুর রহমান শাহীন, হাফিজুল হক নান্নু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, শেখ মাসুম, সুরভী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন কৃষিবিদ এম. এ মবিন সরকার। এ সময় সাত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ডিজিটাল প্রযুক্তির শিক্ষক ও রোবোটিকস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) আওতায় উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও রোবেটিকসের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে-সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আল-ফারুক একাডেমি, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ।
গত বছরও স্থানীয় ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে রোবটিক অ্যান্ড ইন্টেলিজেন্স শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে