ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় গতকাল সোমবার রাতে ভাড়াবাড়ি থেকে মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী নুর ইসলাম (৫০) আত্মহত্যার চেষ্টায় বিষপান করায় হাসপাতালে ভর্তি আছেন।
নুর ইসলামের বাড়ি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামে। তিনি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি একই গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী হলেন মরিয়ম। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়। তিনি বলেন, ‘লাশ নীলফামারীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভাই মিজানুর হোসেন বাদী হয়ে ডিমলা থানায় হত্যা মামলার অভিযোগ দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাঁদের ঘরে তালা দেওয়া দেখে গতকাল বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। ঘরের বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের লাশ দেখতে পান।
স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে অন্যত্র গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন নুর ইসলাম। হত্যার পর তাঁর লাশ দুদিন ধরে ঘরে রেখে কৌশলে পালিয়ে যান তিনি।’
ওসি দেবাশীষ রায় বলেন, ‘এই ঘটনায় আজ নিহতের ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।’

নীলফামারীর ডিমলায় গতকাল সোমবার রাতে ভাড়াবাড়ি থেকে মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী নুর ইসলাম (৫০) আত্মহত্যার চেষ্টায় বিষপান করায় হাসপাতালে ভর্তি আছেন।
নুর ইসলামের বাড়ি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামে। তিনি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি একই গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী হলেন মরিয়ম। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়। তিনি বলেন, ‘লাশ নীলফামারীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভাই মিজানুর হোসেন বাদী হয়ে ডিমলা থানায় হত্যা মামলার অভিযোগ দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাঁদের ঘরে তালা দেওয়া দেখে গতকাল বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। ঘরের বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের লাশ দেখতে পান।
স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে অন্যত্র গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন নুর ইসলাম। হত্যার পর তাঁর লাশ দুদিন ধরে ঘরে রেখে কৌশলে পালিয়ে যান তিনি।’
ওসি দেবাশীষ রায় বলেন, ‘এই ঘটনায় আজ নিহতের ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৭ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে