নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ–নির্বাচনে বহিষ্কৃত বিএনপি নেতার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন জলঢাকা পৌরসভা উপ–নির্বাচনে মেয়র পদে নারিকেল প্রতীকের প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল নির্বাচনে বিএনপি নেতা (বহিষ্কৃত) রেল ইঞ্জিন প্রতীকের প্রার্থীর পক্ষে বিভিন্ন মাধ্যমে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন। যার ফলে আমার কর্মী ও সাধারণ ভোটারের মাধ্যমে বিভ্রান্তি দেখা দিয়েছে। এতে করে সাধারণ ভোটারেরা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছে।
অভিযোগের বিষয়ে জানতে নীলফামারী–৩ সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ–নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফয়সাল ফাহমিদ চৌধুরী কমেটকে বহিষ্কার করেছে দলটি। গত ২৪ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রমতে, উপ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, প্রয়াত সাবেক পৌর মেয়র উপজেলা কৃষক লীগের সভাপতি ইলিয়াস হোসেন বাবুলের ছেলে আওয়ামী লীগ সমর্থিত নাসিব সাদিক হোসেন নোভা (নারিকেল গাছ), জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (রেল ইঞ্জিন) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমির ও বর্তমান জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন (মোবাইল ফোন)।
গত ২০ জানুয়ারি জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে ইসি। আগামী রোববার (২৮ এপ্রিল) ১৮টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ–নির্বাচনে বহিষ্কৃত বিএনপি নেতার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে। এ ব্যাপারে শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন জলঢাকা পৌরসভা উপ–নির্বাচনে মেয়র পদে নারিকেল প্রতীকের প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল নির্বাচনে বিএনপি নেতা (বহিষ্কৃত) রেল ইঞ্জিন প্রতীকের প্রার্থীর পক্ষে বিভিন্ন মাধ্যমে ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন। যার ফলে আমার কর্মী ও সাধারণ ভোটারের মাধ্যমে বিভ্রান্তি দেখা দিয়েছে। এতে করে সাধারণ ভোটারেরা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছে।
অভিযোগের বিষয়ে জানতে নীলফামারী–৩ সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। পরে এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ–নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ফয়সাল ফাহমিদ চৌধুরী কমেটকে বহিষ্কার করেছে দলটি। গত ২৪ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রমতে, উপ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, প্রয়াত সাবেক পৌর মেয়র উপজেলা কৃষক লীগের সভাপতি ইলিয়াস হোসেন বাবুলের ছেলে আওয়ামী লীগ সমর্থিত নাসিব সাদিক হোসেন নোভা (নারিকেল গাছ), জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (রেল ইঞ্জিন) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমির ও বর্তমান জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন (মোবাইল ফোন)।
গত ২০ জানুয়ারি জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে ইসি। আগামী রোববার (২৮ এপ্রিল) ১৮টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৮ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৪ মিনিট আগে