নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের মধ্যে যাঁরা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উসকানি দিয়েছেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
আজ শনিবার সকালে ঢাকা থেকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ আরও বলেন, কিছু সংবাদমাধ্যম ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছে। এ ছাড়া অনেক সংবাদিক যাঁরা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার লেখালেখি করেছেন, উসকানি দিয়েছেন। তাঁদের গণহত্যার দায়ে বিচার করা হবে। এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন।
এ ছাড়া তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। আর যারা এসবের সঙ্গে জড়িত ছিল না, তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এর সংস্কারের কার্যক্রম শুরু হবে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্যসচিব আকতার হোসেন।
এর আগে বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সাকিব, একরামুল হক বিজয় ও এহতেশামুল হক সানি; কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল; শিবিরের সৈয়দপুর শহর সাথী শাখা সভাপতি শিমুল ইসলাম প্রমুখ। পরে সেখান থেকে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের মধ্যে যাঁরা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উসকানি দিয়েছেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
আজ শনিবার সকালে ঢাকা থেকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ আরও বলেন, কিছু সংবাদমাধ্যম ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছে। এ ছাড়া অনেক সংবাদিক যাঁরা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার লেখালেখি করেছেন, উসকানি দিয়েছেন। তাঁদের গণহত্যার দায়ে বিচার করা হবে। এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন।
এ ছাড়া তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। আর যারা এসবের সঙ্গে জড়িত ছিল না, তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এর সংস্কারের কার্যক্রম শুরু হবে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্যসচিব আকতার হোসেন।
এর আগে বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সাকিব, একরামুল হক বিজয় ও এহতেশামুল হক সানি; কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল; শিবিরের সৈয়দপুর শহর সাথী শাখা সভাপতি শিমুল ইসলাম প্রমুখ। পরে সেখান থেকে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে