Ajker Patrika

নীলফামারীতে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০: ১১
নীলফামারীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ রোববার দুপুরে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

আজ রোববার ন্যায্যমূল্যের বাজারে মুলা বিক্রি হয়েছে ৪০ টাকায়। ফুলকপি ৬০, বেগুন ৪০, লাউ প্রতিটি ৩৫, ডিমের হালি ৪৩ টাকা দরে বিক্রি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ জানান, কৃষি বিপণন ও জেলা সমবায় দপ্তরের সহযোগিতায় ন্যায্যমূল্যের বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দিনই ন্যায্যমূল্যের বাজার খোলা থাকবে। নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোনো সময়। ২৬ জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত