ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সরকারের পানি উন্নয়ন বোর্ডই (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করছে। দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে এই সরকারি সংস্থা। এমন মন্তব্য করেছেন রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
নদীর সুরক্ষায় শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডিমলায় ‘কুমলাই (কামনাই) নদীর সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপজেলার কুমলাই নদীর মতিরবাজারে নামক স্থানে এ সভার আয়োজন করে নদী ও পরিবেশ বিষয়ক সংগঠন রিভারাইন পিপল।
এতে সভাপতিত্ব করেন গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সভায় বক্তৃতা দেন জেলা নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল ওয়াদুদ, আজকের পত্রিকার সাংবাদিক রজত কান্তি রায় প্রমুখ।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু কুমলাই নদী নয়, দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর সুরক্ষা নেই। অপরিকল্পিত নদী খনন ও বাঁধ দেওয়ার নামে তাঁরা নদীগুলোকে খালে পরিণত করছেন। আমি সরেজমিনে দেখেছি, এই এলাকার কুমলাই নদীর উৎসমুখ ও তিস্তা নদীতে মিলিত হওয়ার মুখে বাঁধ দিয়ে নদীটাকে মেরে ফেলার ব্যবস্থা করেছে পানি উন্নয়ন বোর্ড।
ড. তুহিন আরও বলেন, ‘নদী রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকের করণীয় আছে। কোথাও কোনো নদী দখল–দূষণ হলে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। সে জন্য নদী রক্ষায় সংগঠিত হওয়ার প্রয়োজন আছে।’ কুমলাই নদী রক্ষা না হওয়া পর্যন্ত রিভারাইন পিপল আন্দোলন চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের পানি উন্নয়ন বোর্ডই (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করছে। দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে এই সরকারি সংস্থা। এমন মন্তব্য করেছেন রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
নদীর সুরক্ষায় শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডিমলায় ‘কুমলাই (কামনাই) নদীর সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপজেলার কুমলাই নদীর মতিরবাজারে নামক স্থানে এ সভার আয়োজন করে নদী ও পরিবেশ বিষয়ক সংগঠন রিভারাইন পিপল।
এতে সভাপতিত্ব করেন গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সভায় বক্তৃতা দেন জেলা নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল ওয়াদুদ, আজকের পত্রিকার সাংবাদিক রজত কান্তি রায় প্রমুখ।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু কুমলাই নদী নয়, দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর সুরক্ষা নেই। অপরিকল্পিত নদী খনন ও বাঁধ দেওয়ার নামে তাঁরা নদীগুলোকে খালে পরিণত করছেন। আমি সরেজমিনে দেখেছি, এই এলাকার কুমলাই নদীর উৎসমুখ ও তিস্তা নদীতে মিলিত হওয়ার মুখে বাঁধ দিয়ে নদীটাকে মেরে ফেলার ব্যবস্থা করেছে পানি উন্নয়ন বোর্ড।
ড. তুহিন আরও বলেন, ‘নদী রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকের করণীয় আছে। কোথাও কোনো নদী দখল–দূষণ হলে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। সে জন্য নদী রক্ষায় সংগঠিত হওয়ার প্রয়োজন আছে।’ কুমলাই নদী রক্ষা না হওয়া পর্যন্ত রিভারাইন পিপল আন্দোলন চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে