সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ অ্যাসেম্বলিজ অব গডের একটি চার্চ (গির্জা) দখলচেষ্টার অভিযোগে উঠেছে জাতীয় পার্টির (জাপা) এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন গির্জাটির ফাদার (পালক) সুজন সরকার ও নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি।
ফাদার সুজন সরকার বলেন, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কয়া গোলাহাট এলাকার কয়া পশ্চিমপাড়ায় ২০১৬ সালে সাড়ে ১২ শতক একটি নিচু জমি কেনা হয়। পরে তা ভরাটের করে ২০২০ সালে গড়ে তোলা হয় এ জি চার্চ। এরপর সেখানে নিয়মিত প্রার্থনাসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে স্থানীয় শতাধিক খ্রিষ্টান। কিন্তু সম্প্রতি সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ঠিকাদার জয়নাল আবেদীন ওই জমি নিজের দাবি করে চার্চের একতলা ভবনসহ জবরদখল করে নেন।
নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি উল্লিখিত স্থানে ইট, বালু, রড এনে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেন তিনি। এতে বাধা দিলে তাঁর বাহিনী আমাদের ওপর চড়াও হয়। আমরা পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করেন তিনি। চার্চ দখল করায় আমরা উপাসনা করতে পারছি না। এ বিষয়ে আমরা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ করেননি তিনি। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি আমরা। প্রার্থনালয় দখলমুক্ত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযোগের ব্যাপারে জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, ‘জমিটি মূল মালিকের কাছ থেকে আমি আমার ছেলের নামে কিনে সেখানে স্থাপনা গড়ে তুলছি।’
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ অ্যাসেম্বলিজ অব গডের একটি চার্চ (গির্জা) দখলচেষ্টার অভিযোগে উঠেছে জাতীয় পার্টির (জাপা) এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন গির্জাটির ফাদার (পালক) সুজন সরকার ও নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি।
ফাদার সুজন সরকার বলেন, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কয়া গোলাহাট এলাকার কয়া পশ্চিমপাড়ায় ২০১৬ সালে সাড়ে ১২ শতক একটি নিচু জমি কেনা হয়। পরে তা ভরাটের করে ২০২০ সালে গড়ে তোলা হয় এ জি চার্চ। এরপর সেখানে নিয়মিত প্রার্থনাসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে স্থানীয় শতাধিক খ্রিষ্টান। কিন্তু সম্প্রতি সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ঠিকাদার জয়নাল আবেদীন ওই জমি নিজের দাবি করে চার্চের একতলা ভবনসহ জবরদখল করে নেন।
নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি উল্লিখিত স্থানে ইট, বালু, রড এনে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেন তিনি। এতে বাধা দিলে তাঁর বাহিনী আমাদের ওপর চড়াও হয়। আমরা পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করেন তিনি। চার্চ দখল করায় আমরা উপাসনা করতে পারছি না। এ বিষয়ে আমরা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ করেননি তিনি। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি আমরা। প্রার্থনালয় দখলমুক্ত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযোগের ব্যাপারে জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, ‘জমিটি মূল মালিকের কাছ থেকে আমি আমার ছেলের নামে কিনে সেখানে স্থাপনা গড়ে তুলছি।’
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে