Ajker Patrika

রাতে ফোন পেয়ে ঘরের বাইরে যান, সকালে মিলল গলাকাটা লাশ

নেত্রকোনা প্রতিনিধি
রাতে ফোন পেয়ে ঘরের বাইরে যান, সকালে মিলল গলাকাটা লাশ
নেত্রকোনার মোহনগঞ্জে লাশ উদ্ধারের ঘর ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকায় লাশটি পাওয়া যায়। পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে যায়।

নিহত মো. ইদু মিয়া (২০) হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করতেন।

ইদুর পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে ইদু তাঁর ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতে একপর্যায়ে ইদুর মোবাইল ফোনে কল আসে। ফোনে কেউ তাঁকে টাকা নিয়ে বাইরে যেতে বলেন। পরে তিনি ঘর থেকে বের হয়ে যান; আর ফিরে আসেননি। আজ সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ইদুর গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, নিহত ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত