নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব বলছে, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নামে মোহনগঞ্জ থানায় হত্যা, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবক হলেন আরমান শাহ (২৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের (৫৫) ছেলে। আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন।
পুলিশ বলছে, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করেন। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেন। তবে লোকজন দেখে ফেলবে ভয়ে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখেন। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়, যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়। এদিকে আবুল হোসেনকে খুঁজে না পেয়ে দুই দিন পর থানায় বিষয়টি অবহিত করেন তাঁর ভাই হিরা মিয়া।
পুলিশ আরও জানায়, পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যমতে, খালের পাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তামনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে (রুবাহার, চিন্তামনি ও আবির) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।

নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব বলছে, গ্রেপ্তারের পর আরমান হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নামে মোহনগঞ্জ থানায় হত্যা, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবক হলেন আরমান শাহ (২৩)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের (৫৫) ছেলে। আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন।
পুলিশ বলছে, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তাঁর বাবা আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করেন। দুজনে মিলে লাশ পুড়িয়ে ফেলা বা দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেন। তবে লোকজন দেখে ফেলবে ভয়ে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখেন। পরে ওপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়, যাতে করে লাশ পানিতে তলিয়ে যায়। এদিকে আবুল হোসেনকে খুঁজে না পেয়ে দুই দিন পর থানায় বিষয়টি অবহিত করেন তাঁর ভাই হিরা মিয়া।
পুলিশ আরও জানায়, পুলিশ বিষয়টি আমলে নিয়ে আরমানের বন্ধু আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আবিরের দেওয়া তথ্যমতে, খালের পাড় থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রুবাহার, মেয়ে চিন্তামনি ও আবিরকে আটক করে পুলিশ। এ সময় আরমান পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আটক তিনজনকে (রুবাহার, চিন্তামনি ও আবির) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
২০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
৪১ মিনিট আগে