নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’

নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৪ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৬ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৩৯ মিনিট আগে