দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর রুয়েল রিছিল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
রুয়েল রিছিল দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক অনুত সাংমার ছেলে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় সোমেশ্বরী নদীতে তিনি নিখোঁজ হন।
লাশ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা রুয়েলের লাশ উদ্ধার করেছেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চার বন্ধুর সঙ্গে রুয়েল সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যান। ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় চোরাবালুর গর্তে পড়ে যান রুয়েল। তাঁর চিৎকার শুনে সঙ্গে থাকা তিন বন্ধু তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও গর্তে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যান রুয়েল।
স্থানীয় লোকজন প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনার দিন সন্ধ্যা থেকে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু দুই দিনে তারা নিখোঁজ যুবককে উদ্ধারে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে রুয়েলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
রুয়েলের বন্ধু দারউইন মারাক বলেন, ‘চার বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যাই। এ সময় রুয়েল দুই-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। চিৎকার শুনে দ্রুত তাঁকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে যাই। এরপর স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করেন। তবে বন্ধু রুয়েল নিখোঁজ থেকে যায়।’

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর রুয়েল রিছিল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
রুয়েল রিছিল দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক অনুত সাংমার ছেলে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় সোমেশ্বরী নদীতে তিনি নিখোঁজ হন।
লাশ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা রুয়েলের লাশ উদ্ধার করেছেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চার বন্ধুর সঙ্গে রুয়েল সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যান। ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় চোরাবালুর গর্তে পড়ে যান রুয়েল। তাঁর চিৎকার শুনে সঙ্গে থাকা তিন বন্ধু তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও গর্তে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যান রুয়েল।
স্থানীয় লোকজন প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনার দিন সন্ধ্যা থেকে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু দুই দিনে তারা নিখোঁজ যুবককে উদ্ধারে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে রুয়েলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
রুয়েলের বন্ধু দারউইন মারাক বলেন, ‘চার বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যাই। এ সময় রুয়েল দুই-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। চিৎকার শুনে দ্রুত তাঁকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে যাই। এরপর স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করেন। তবে বন্ধু রুয়েল নিখোঁজ থেকে যায়।’

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে