নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর হাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা দোকানের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বাজার কমিটির লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ক্রেতারা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযোগ ওঠা ব্যক্তিরা।
ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি আজ মঙ্গলবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, ধনু নদীর পাড়ে গাগলাজুর বাজারে সপ্তাহে রোববার কেনাকাটার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে ভাসমান ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। তাই শুরু থেকেই হাটের মাঝামাঝি স্থানে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়।
এদিকে ১৫ থেকে ২০ দিন ধরে বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর লোকজন নিয়ে ভাসমান ব্যবসায়ীদের বিতাড়িত করার জন্য গালমন্দসহ নানাভাবে কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে তিন ব্যবসায়ীর দোকানের জায়গা দখল করে নিয়েছেন মিজানুর ও তাঁর লোকজন। এর প্রতিবাদে সাপ্তাহিক হাটের দিন দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে এই ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমার জানামতে কোনো দোকানদারকে গালমন্দ করিনি বা তাঁদের জায়গাও দখল করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে ভাসমান দোকানদারেরা বেশ কয়েকটি ভিটে আমাদের স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি মাত্র।’
বাজার কমিটির সভাপতি মো. রাসেল মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর হাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা দোকানের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বাজার কমিটির লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ক্রেতারা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযোগ ওঠা ব্যক্তিরা।
ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি আজ মঙ্গলবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, ধনু নদীর পাড়ে গাগলাজুর বাজারে সপ্তাহে রোববার কেনাকাটার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে ভাসমান ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। তাই শুরু থেকেই হাটের মাঝামাঝি স্থানে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়।
এদিকে ১৫ থেকে ২০ দিন ধরে বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর লোকজন নিয়ে ভাসমান ব্যবসায়ীদের বিতাড়িত করার জন্য গালমন্দসহ নানাভাবে কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে তিন ব্যবসায়ীর দোকানের জায়গা দখল করে নিয়েছেন মিজানুর ও তাঁর লোকজন। এর প্রতিবাদে সাপ্তাহিক হাটের দিন দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে এই ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমার জানামতে কোনো দোকানদারকে গালমন্দ করিনি বা তাঁদের জায়গাও দখল করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে ভাসমান দোকানদারেরা বেশ কয়েকটি ভিটে আমাদের স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি মাত্র।’
বাজার কমিটির সভাপতি মো. রাসেল মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১১ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৭ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩০ মিনিট আগে