নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের তিন দিনের মাথায় আবারও ছিনতাই হয়েছে। এবার এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত (৪৩)। এর আগে গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়।
ব্যবসায়ী সুজন দত্ত বলেন, ‘গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসায় ফেরার পথে চাপাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। হামলাকারী রেইনকোট পরা এবং মুখে মাস্ক ছিল। চা পাতি দিয়ে হাতে কোপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কোপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি।’
সুজন দত্ত আরও জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।
সুজন দত্ত আরও জানান, আঘাত পাওয়া স্থানে ১০-১২টি সেলাই লেগেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামের এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের তিন দিনের মাথায় আবারও ছিনতাই হয়েছে। এবার এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত (৪৩)। এর আগে গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়।
ব্যবসায়ী সুজন দত্ত বলেন, ‘গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসায় ফেরার পথে চাপাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। হামলাকারী রেইনকোট পরা এবং মুখে মাস্ক ছিল। চা পাতি দিয়ে হাতে কোপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কোপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি।’
সুজন দত্ত আরও জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।
সুজন দত্ত আরও জানান, আঘাত পাওয়া স্থানে ১০-১২টি সেলাই লেগেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামের এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৭ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে