নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার করা মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার মধ্যরাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং এলাকায় বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে পুড়ে যাওয়া পিকআপের মালিক কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া বলেন, ‘পিকআপ পুড়ে গেছে, তা আর ফেরত পাব না। তাই এ ঘটনায় আমি মামলা করতে চাইনি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় কতজন আসামি সেটা আমি জানি না।’
মামলার বাদী কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বলেন, পিকআপের মালিক মামলা করেননি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, ‘এসব ভুয়া ও গায়েবি মামলা। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আন্দোলন প্রতিহত করে গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব করে আন্দোলন দমানো যাবে না।’
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধ শুরু হওয়ার পর তিন সপ্তাহে কেন্দুয়ায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় বিএনপির ৬৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার করা মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার মধ্যরাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং এলাকায় বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে পুড়ে যাওয়া পিকআপের মালিক কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া বলেন, ‘পিকআপ পুড়ে গেছে, তা আর ফেরত পাব না। তাই এ ঘটনায় আমি মামলা করতে চাইনি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় কতজন আসামি সেটা আমি জানি না।’
মামলার বাদী কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বলেন, পিকআপের মালিক মামলা করেননি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, ‘এসব ভুয়া ও গায়েবি মামলা। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আন্দোলন প্রতিহত করে গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব করে আন্দোলন দমানো যাবে না।’
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধ শুরু হওয়ার পর তিন সপ্তাহে কেন্দুয়ায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় বিএনপির ৬৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৫ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে