দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিন সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মজনু মিয়া (৩৮)। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। মজনু ওই ইউনিয়নের মুন্সিপাড়ার আমিন মার্কেটে মুদি দোকানি ও আহত জালাল মিয়া একই মার্কেটে মিষ্টির দোকানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁদের অবস্থার অবনতি হয়। চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মজনু মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল মিয়া। তিনি বলেন, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন আর মজুন মিয়া পেছনে বসা ছিলেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মজনু মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা নেই। আমাদের কাছে মেসেজ এলে জানাব।’

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিন সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মজনু মিয়া (৩৮)। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। মজনু ওই ইউনিয়নের মুন্সিপাড়ার আমিন মার্কেটে মুদি দোকানি ও আহত জালাল মিয়া একই মার্কেটে মিষ্টির দোকানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁদের অবস্থার অবনতি হয়। চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মজনু মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল মিয়া। তিনি বলেন, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন আর মজুন মিয়া পেছনে বসা ছিলেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মজনু মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা নেই। আমাদের কাছে মেসেজ এলে জানাব।’

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে