মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ১২টি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে খুড়াইখালী খালের ওপর সেতু নির্মাণ করলেও তা কাজে আসছে না। দুই পাশে এপ্রোজের মাটি সরে যাওয়ায় ৬ বছর ধরে সেতুটির ওপর দিয়ে যানচলাচলসহ লোকজনের যাতায়াত বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ১২টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতুটি অকেজো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের ১০-১২টি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১২-১৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৬ লাখ ২ হাজার ৩৬ টাকা ব্যয়ে দৌলতপুর-বারেউড়া সড়কের খুরাইখালী খালের ওপর সেতুটি নির্মিত করা হয়েছিল।
স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতপুর-বারেউড়া সড়কটি তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের ১০-১২টি গ্রাম সংযোগের রাস্তা। ২ কিলোমিটার সড়ক প্রায় ২৫ হাজার মানুষের মাঝে সম্পর্ক গড়ে তুলেছে। এ সড়ক দিয়ে যাতায়াতের সুবিধার্থে খুরাইখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পরই সেতুটির এপ্রোজের মাটি সরে গিয়ে অকেজো হয়ে পড়েছে। ফলে সেতুটি যাতায়াতকারী লোকজনদের আর কাজে আসছে না। যাতায়াতকারীরা আর কোনো উপায় না পেয়ে সেতুটির পাশের ফসল রক্ষা বাঁধের স্লুইসগেট দিয়ে চলাচল করছেন। স্লুইসগেটটি হুমকির মুখে পড়ায় এলাকার কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর গ্রামের বাসিন্দারা জানান, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নে ২০-২৫ হাজার মানুষ দৌলতপুর-বারেউড়া সড়ক দিয়ে যাতায়াত করেন। কয়েক বছর ধরে খুড়াইখালী খালের সেতুটির এপ্রোজে মাটি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীরা। সেতুটির পাশের ফসল রক্ষার বাঁধের স্লুইসগেট দিয়ে যানবাহনসহ লোকজন যাতায়াত করেছে। এতে স্লুইসগেটটি হুমকির মুখে পড়েছে। সেতুটির এপ্রোজে মাটি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীরা।
তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ বলেন, দৌলতপুর-বারেউড়া সড়কের খুরাইখালী খালের সেতুটির এপ্রোজে মাটি না থাকায় অকেজো হয়ে গেছে। এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে মাটি ভরাটের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, এ বছর বরাদ্দ দিয়ে সেতুটির এপ্রোজের মাটি ভরাট করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ত্রাণের অধিকাংশ সেতুর এপ্রোজের মাটি নেই। সেতুর তালিকা করে বরাদ্দ দিয়ে অচিরেই মাটি ভরাট করা হবে। খুরাইখালী খালের সেতুটি লোকজনের যাতায়াতের জন্য জরুরি। এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ১২টি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে খুড়াইখালী খালের ওপর সেতু নির্মাণ করলেও তা কাজে আসছে না। দুই পাশে এপ্রোজের মাটি সরে যাওয়ায় ৬ বছর ধরে সেতুটির ওপর দিয়ে যানচলাচলসহ লোকজনের যাতায়াত বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ১২টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতুটি অকেজো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের ১০-১২টি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১২-১৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৬ লাখ ২ হাজার ৩৬ টাকা ব্যয়ে দৌলতপুর-বারেউড়া সড়কের খুরাইখালী খালের ওপর সেতুটি নির্মিত করা হয়েছিল।
স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতপুর-বারেউড়া সড়কটি তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের ১০-১২টি গ্রাম সংযোগের রাস্তা। ২ কিলোমিটার সড়ক প্রায় ২৫ হাজার মানুষের মাঝে সম্পর্ক গড়ে তুলেছে। এ সড়ক দিয়ে যাতায়াতের সুবিধার্থে খুরাইখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পরই সেতুটির এপ্রোজের মাটি সরে গিয়ে অকেজো হয়ে পড়েছে। ফলে সেতুটি যাতায়াতকারী লোকজনদের আর কাজে আসছে না। যাতায়াতকারীরা আর কোনো উপায় না পেয়ে সেতুটির পাশের ফসল রক্ষা বাঁধের স্লুইসগেট দিয়ে চলাচল করছেন। স্লুইসগেটটি হুমকির মুখে পড়ায় এলাকার কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর গ্রামের বাসিন্দারা জানান, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নে ২০-২৫ হাজার মানুষ দৌলতপুর-বারেউড়া সড়ক দিয়ে যাতায়াত করেন। কয়েক বছর ধরে খুড়াইখালী খালের সেতুটির এপ্রোজে মাটি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীরা। সেতুটির পাশের ফসল রক্ষার বাঁধের স্লুইসগেট দিয়ে যানবাহনসহ লোকজন যাতায়াত করেছে। এতে স্লুইসগেটটি হুমকির মুখে পড়েছে। সেতুটির এপ্রোজে মাটি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীরা।
তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ বলেন, দৌলতপুর-বারেউড়া সড়কের খুরাইখালী খালের সেতুটির এপ্রোজে মাটি না থাকায় অকেজো হয়ে গেছে। এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে মাটি ভরাটের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, এ বছর বরাদ্দ দিয়ে সেতুটির এপ্রোজের মাটি ভরাট করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ত্রাণের অধিকাংশ সেতুর এপ্রোজের মাটি নেই। সেতুর তালিকা করে বরাদ্দ দিয়ে অচিরেই মাটি ভরাট করা হবে। খুরাইখালী খালের সেতুটি লোকজনের যাতায়াতের জন্য জরুরি। এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে